এইজন্যই বলা হয় ইতিহাসে প্রমাণিত সত্য বলে কিছু নাই। ইতিহাসে কিছু ফ্যাক্ট থাকে।
Автор: AI Channel News12
Загружено: 2025-06-12
Просмотров: 2
Описание:
এইজন্যই বলা হয় ইতিহাসে প্রমাণিত সত্য বলে কিছু নাই। ইতিহাসে কিছু ফ্যাক্ট থাকে। সেই ফ্যাক্টগুলোকে ভিত্তি করে একেকজন একেক এঙ্গেল থেকে ন্যারেটিভ দাঁড় করায়, নিউজ করে।
.
এইখানে ফ্যাক্টগুলো কী কী?
১। ড. ইউনুস ইউকেতে গেছেন
২। হাসিনা রেজিমের চুরির টাকা ফেরত চাইসেন
৩। প্রধানমন্ত্রী স্টারমারের সাক্ষাত চাইসেন।
৪। স্টারমার সাক্ষাত দেন নাই
৫। হাসিনার নাতি টিউলিপকে সাপোর্ট দিতেন স্টারমার
৫। টিউলিপের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ দেয় ইউনুস সরকার
৬। অভিযোগ প্রমাণিত হইলে স্টারমার এবং তার লেবার পার্টির ইজ্জত যায়।
এখন দুইটা নিউজ খেয়াল করেন।
ঢাকা পোস্টের নিউজ দেখলে মনে হবেঃ ইউকেতে চুরির টাকা ফেরত আনতে গেছেন ড. ইউনুস। স্টারমারের সাথে দেখা করতে চাইসেন এই জন্য। স্টারমার দেখা দেয় নাই (লজ্জায়)।
.
বাংলা ইন্টারপ্রিট করলে হয়ঃ চোরের বাড়িতে পুলিশ গেছে টাকা উদ্ধারে। চোর ভয়ে বা লজ্জায় পালায়ে রইসে।
এবার কালের কণ্ঠ নিউজের প্রেক্ষিতে মনে হবে ডক্টর ইউনুস সাক্ষাত চাইসেন, স্টারমার ডিনাই করে অপমান করসে।
.
ইন্টারপ্রিট করলে দাঁড়াবেঃ চোরের বাড়িতে পুলিশ গেছে টাকা উদ্ধারে। চোরকে ডাকলেও চোর দেখা দেয় নাই এতে পুলিশের অপমান হইসে।
এবার দেখেন আপনারা যা ভাল মনে করেন।
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: