পিচ্চি বউ"♥️(তৃতীয় পর্ব) বিপাশার ওপর রাগ করে চলে গেছে আরিয়ান! কিন্তু কেন রাগ করলও জানতে চাইলে....
Автор: RS Love Diary
Загружено: 2025-03-27
Просмотров: 47854
Описание:
পিচ্চি বউ"♥️(তৃতীয় পর্ব) বিপাশার ওপর রাগ করে চলে গেছে আরিয়ান! কিন্তু কেন রাগ করলও জানতে চাইলে....
পিচ্চি বউ♥️
আহিরা দেশ ছেড়েছে বিয়ের পরপরই। আহি রোজ ভিডিও কল দেয় আমাকে। অনেকক্ষণ ধরে কথা হয় আমাদের। এতদূরে আছে তবুও যখন কল দেয় তখন মনে হয় আহি এই বাড়িতেই আছে আমার আশেপাশে।
আজকাল বাবা-মায়ের সাথে আমার সম্পর্কটা আরও গাঢ় হয়েছে। বাবা-মা দু'জনেই আমাকে একমুহূর্ত তাদের চোখের সামনে দেখতে না পারলে পুরো বাড়ি মা'থায় তুলে ফেলে। আহির মতো আমাকেও তুই করে বলে আমার ভীষণ ভালো লাগে। আমার মনে হয় আমি নিজের বাড়িতে নিজের বাবা-মায়ের কাছে আছি।
সেই যে বিয়ের পর দুইরাত ছিলাম বাবার বাড়িতে এই এখন পর্যন্ত আর যাওয়া হয়নি। এখান থেকে বাবা-মা কোত্থাও যেতে দেয় না। তারা বলে আমি বাড়িতে না থাকলে নাকি পুরো বাড়ি অ'ন্ধ'কা'রে ছেয়ে যায়। আমাকে ছাড়া তাদের ভালো লাগে না তাই আমিও আর জোড় করে যাই না তবে কয়েকদিন পর পর বাবা-মা আসে আমাকে দেখতে দেখা শেষ হলে চলে যায়।
সন্ধ্যা নেমেছে বাবা-মাকে চা দিয়ে এসে বেলকনিতে বসে আছি। আকাশটা আজ ওতো প'রি'ষ্কা'র না হয়তো বৃষ্টি আসবে।
মূহুর্তেই ঘুটঘুটে অন্ধকারে ছেয়ে গেলো পুরো আকাশ। ঝু'ম'ঝু'মি বৃষ্টি পড়া শুরু হয়ে গেলো সাথে ঠান্ডা হাওয়ায় শরীরটা শীতল হয়ে গেলো। পরিবেশটা চমৎকার বেশ ভালো লাগছে। হাত-পা ক'ন'ক'নে ঠান্ডা হয়ে গেছে ইস এখন যদি গ'রম-গ'রম এককাপ চা হতো তাহলে কিন্তু ম'ন্দ হতো না। বলা মাত্রই এককাপ চা মুখের সামনে হা'জি'র। কাপ থেকে চোখ সরিয়ে ব্যাক্তিটির মুখের দিকে তাকালাম। মিঃ দা'ন'ব দু'হাতে দুকাপ চা নিয়ে দাঁড়িয়ে আছে ঠিক আমার পাশেই।
আমি যেনো ভূ'ত দেখার মতো তাকিয়ে আছি কারণ এসময়ে উনি বাড়িতে থাকে না। আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে উনি বলে উঠলো।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: