এক নির্যাতিত সাহাবীর ইতিহাস | আম্মার রাঃ
Автор: Islamic Video Bangla
Загружено: 2023-11-14
Просмотров: 15070
Описание:
এক নির্যাতিত সাহাবীর ইতিহাস | আম্মার রাঃ
...........
পরবর্তী ভিডিও: আবু জাহেলের শেষ পরিণতি: • আবু জাহেলের শেষ পরিণতি! যেভাবে পতন হয় এই অ...
...........
মহানবী হযরত মুহাম্মদ সঃ নবুয়্যত লাভের পর যখন ইসলামের ডাক দিলেন তখন একদল সত্যসন্ধানী মানুষ তার ডাকে সাড়া দেন। তারা আল্লাহ ও তার নবীর প্রতি ঈমান আনেন। কিন্তু এই ঈমানের পথে যাত্রা মোটেই সহজ বিষয় ছিল না। যখনই কেউ ইসলামের প্রতি বিশ্বাস স্থাপন করতো, তখনই তাঁর উপর নেমে আসতো পাহাড় পরিমাণ নির্যাতন। বিশেষ করে যে সাহাবীরা ছিলেন দরিদ্র ও প্রভাবহীন পরিবারের সদস্য, তাদের উপর নির্মম নির্যাতন চালাতে থাকে কোরায়েশরা। সাহাবীরা সংখ্যায় এতই কম ছিলেন যে, অত্যাচারী কোরায়েশদের এই নির্যাতন প্রতিহত করা তাদের পক্ষে সম্ভব ছিল না। দরিদ্র ও প্রভাবহীন সাহাবীদের উপর যখন কোরায়েশরা বর্বর নির্যাতন করতো, তখন রসুল সঃ ও প্রভাবশালী সাহাবীরা দূর থেকে সেই দৃশ্য দেখে নীরবে অশ্রæ বিসর্জন দিতেন। কখনো কখনো কাছে এসে তাদেরকে স্বান্তনা দিতেন। এর বাইরে তাদের আর কিছুই করার ছিল না। আর এটা ছিল বিশ্বাসী বান্দাদের জন্য এক অগ্নিপরীক্ষার সময়।
ইসলামের প্রাথমিক যুগে যে সাহাবীরা কোরায়েশদের নির্যাতনের শিকার হয়েছিলেন, তাদের মধ্যে হযরত আম্মার রাঃ ও তার পরিবার ছিল সবচেয়ে বেশি নির্যাতিত। আম্মার রাঃ এর পিতা ছিলেন ইয়াসির রাঃ আর মা ছিলেন সুমাইয়া রাঃ। সুমাইয়া হচ্ছেন সেই নারী, যিনি ইসলামের জন্য সর্বপ্রথম শহীদ হয়েছিলেন। আর ইসলামের দ্বিতীয় শহীদ ছিলেন সুমাইয়ার স্বামী, অর্থাৎ আম্মার রাঃ এর পিতা ইয়াসির রাঃ। আম্মার রাঃ হচ্ছেন এমন এক সৌভাগ্যবান সন্তান, যার পিতা মাতা দুজনেই ইসলামের জন্য সবার আগে নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন। কিন্তু সৌভাগ্যবান বলা হলেও এই সৌভাগ্য অর্জনের পথটি মোটেই সহজ ছিল না।
সম্পূর্ণ ঘটনা জানতে দেখুন আমাদের এই ভিডিওটি।
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: