সালমান শাহর মধ্যে একটা পাগলাটে ব্যাপার ছিল: শিল্পী। Salman Shah। Shilpi । Bijoy Entertainment
Автор: Bijoy Entertainment
Загружено: 2023-02-27
Просмотров: 554
Описание:
#শিল্পী #Salman_Shah #Anjuman_Ara_Shilpi
এ জীবনে যারে চেয়েছি আজ আমি তারে পেয়েছি- এটি ত্রিভুজ প্রেমের কাহিনির ‘প্রিয়জন’ চলচ্চিত্রের একটি জনপ্রিয় গান। আর ‘প্রিয়জন’ সিনেমাটিতে অভিনয় করেছিলেন দেশীয় চলচ্চিত্র জগতের ওমর নায়ক প্রয়াত সালমান শাহ ও আঞ্জুমান আরা শিল্পী এবং রিয়াজ।
এক সময়ের আলোচিত এই অভিনেত্রী দীর্ঘ সময় পর মিডিয়ার সামনে এসে সর্বকালের সেরা অভিনেতা সালমান শাহকে নিয়ে স্মৃতিচারণ করেছেন। এই নায়কের সাথে কাজ করার প্রসঙ্গে তিনি বলেন, ‘সালমান শাহ অনেক ভাল মনের মানুষ ছিলেন আর ভালো মানুষরা অল্প দিন বাঁচে। এফডিসিতে শুটিংয়ের জন্য বিভিন্ন ফ্লোরে হাঁটার সময় আমাকে দেখলেই তিনি জিজ্ঞাসা করতেন ম্যাডাম কেমন আছেন? আসলে উনার মধ্যে মনুষ্যত্ব ছিল।’
সালমান শাহকে নিয়ে স্মৃতিচারণ করে শিল্পী আরও বলেছেন, ‘অনেক সময় শুটিং রেখে রাতের বেলায় পুরান ঢাকায় খাবার খেতে চলে যেত। আসলে তার মধ্যে একটা পাগলাটে ব্যাপার ছিল। অনেক বেশি কো-অপারেটিভ ছিল তিনি। মাঝে-মধ্যে মনে হয় অল্প সময়ের মধ্যে দুনিয়া ছেড়ে চলে যাওয়াটা অনেক কষ্টের।’
এদিকে, ঢাকাই চলচ্চিত্রে অশ্লীলতা যুক্ত হওয়ার পর শিল্পী এই জগত ছেড়ে দেন বলেও জানালেন তিনি। তবে ২০০১ সালের পর চলচ্চিত্র ছেড়ে আমি নাটক করা শুরু করেছি এবং ২০১৪ সাল পর্যন্ত নাটকে কাজ করেছি।’
অভিনেত্রী আঞ্জুমান আরা শিল্পী ১৯৯৫ সালে ‘বাংলার কমান্ডো’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র জগতে অভিনয় শুরু করেছিলেন। তিনি মোট ৩৫ সিনেমায় অভিনয় করেছেন।
copyright © BIJOY ENTERTAINMENT Production-2023
সঙ্গে থাকুন বিজয় টিভির সাথে
Website: http://bijoy.tv/
Facebook: / bijoytvlimited
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: