একই মাদরাসার এমপিও শিটে শিক্ষকদের পদবি সংশোধনের আবেদন । মাদ্রাসা শিক্ষা
Автор: Shikkhar Kotha
Загружено: 2022-01-14
Просмотров: 4257
Описание:
এমপিওভুক্ত মাদরাসাগুলোর এমপিও শিট পর্যালোচনায় দেখা যায়, অধিকাংশ শিক্ষক কর্মচারীর #পদবি ও বিষয় উল্লেখ নেই। বিভিন্ন মাদরাসা থেকে এমপিও শিটের পদবি ও বিষয়বিহীন সব শিক্ষক-কর্মচারীর আবেদন একত্রে না পাঠিয়ে ভিন্ন ভিন্নভাবে পদবি ও বিষয় #সংযোজন বা #সংশোধনের আবেদন অধিদপ্তরে পাঠান। ফলে একই মাদরাসার ভিন্ন ভিন্ন সময়ে দাখিল করা আবেদন নিস্পত্তি করতে একদিকে সময়ের অপচয় হয়, অন্যদিকে এমপিও শিটের পদবি ও বিষয়বিহীন সব শিক্ষক-কর্মচারীর সংযোজন বা সংশোধনের আবেদন একত্রে অগ্রায়ণ না হওয়ায় সংশ্লিষ্ট মাদরাসার বিষয়ভিত্তিক পদ বা পদবির প্রাপ্যতা নির্ধারণ, নিয়োগ যাচাই, এমপিওকরণ ও অন্যান্য তথ্য নিশ্চিত হয়ে আবেদন নিষ্পত্তিতে জটিলতার সৃষ্টি হয়।
তাই, এমপিও শিটে পদবি ও বিষয় সংযোজন বা সংশোধনের আবেদন ভিন্ন-ভিন্নভাবে না পাঠিয়ে মাদরাসাভিত্তিক এমপিও শিটের পদবি ও বিষয়বিহীন সব শিক্ষক-কর্মচারীর পদবি ও বিষয় সংযোজন বা সংশোধনের আবেদন একসাথে পাঠানোর নির্দেশ দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।
এমপিভুক্ত মাদরাসাগুলোর এমপিও শিটে শিক্ষক-কর্মচারীদের পদবি ও বিষয় সংযোজন বা সংশোধনের জন্য সংশ্লিষ্ট পদ ও বিষয়ে পত্রিকার বিজ্ঞপ্তির কপি, নিয়োগ বোর্ডের সুপারিশ ও ফল, গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির অনুমোদন, নিয়োগ পত্র, যোগদান পত্র, পদবি ও বিষয় সংশ্লিষ্ট একাডেমিক ও পেশাগত সনদ, মাদরাসার হালনাগাদ শিক্ষক-কর্মচারীর তালিকা ও বেতন বিলের কপি, সংশোধন বিষয়ে গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির রেজুলেশন, প্রয়োজনীয় আনুষঙ্গিক কাগজপত্র সত্যায়ন করে একত্রে জেলা শিক্ষা অফিসার বা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের মাধ্যমে মাদরাসা শিক্ষা অধিদপ্তরে পাঠাতে বলা হয়েছে অধ্যক্ষ ও সুপারদের।
নোটিশের লিঙ্ক: http://www.dme.gov.bd/site/notices/e3...
অন্যান্য ভিডিওঃ • JDC Form Fill Up 2021. জে ডি সি ফরম পূরন ২...
https://youtube.com/video/vozDcXKZuh4
#SHIKKHAR #KOTHA
আপলোড করা ভিডিও সমূহ সবার আগে পেতে SHIKKHAR KOTHA (শিক্ষার কথা) চ্যানেলটি এখনই SUBSCRIBE করে রাখুন।
🌹ধন্যবাদ 🌹
যোগাযোগঃ
মোবাইলঃ 01790807714
ইমেইলঃ [email protected]
ইউটিউবঃ / shikkharkotha
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: