টবে বরবটি চাষ পদ্ধতি, বরবটির বীজ থেকে ফল ধরা পর্যন্ত
Автор: grow life
Загружено: 2020-08-10
Просмотров: 4580
Описание: বরবটি ভারত ও বাংলাদেশে একটি জনপ্রিয় সবজি। সবুজ সবজি হিসেবে এর কদর রয়েছে সবখানেই। বরবটি চাষ করে বিষমুক্ত সবজি উৎপাদন করতে পারেন খুব সহজেই। এখানে টবে বরবটি চাষ পদ্ধতি দেখানো হয়েছে। এই পদ্ধতিটি অনুসরণ করে যে কেউ টবে বরবটির চাষ করতে পারেন। বরবটি চাষ করতে সর্ব প্রথম ধাপ হচ্ছে বরবটির বীজ থেকে চারা তৈরি। প্রথমেই আপনাকে সংগ্ৰহ করতে হবে ভালো মানের বরবটির বীজ। বরবটির বীজ গজানোর জন্য প্রথমে বীজ গুলো কে ১০ মিনিট রোদে শুকিয়ে নিতে হবে। এরপর এদের ঠান্ডা করে পানির মধ্যে ভিজিয়ে রাখতে হবে ১০-১৪ ঘন্টা। এবার আপনার বরবটির বীজ গুলো বপনের জন্য তৈরি। বরবটির বীজ বপনের জন্য মাটি তৈরি করে নিতে হবে। বরবটির বীজ গজানোর জন্য মাটি তৈরির সময় ৬০ ভাগ মাটি ও ৪০ ভাগ কম্পোস্ট সার প্রয়োজন হবে। উপাদান দুটি মিশিয়ে তার উপর বীজ রেখে দিন এবং একে সুতি কাপড় বা টিস্যু পেপার দিয়ে ঢেকে দিন। এবার বীজতলার মাটি পানি দিয়ে ভিজিয়ে দিন। পরবর্তী ৩ থেকে ৭ দিনের মধ্যে আপনার লাগানো বীজ গুলো গজানো শুরু করবে। বীজ থেকে বরবটির চারা লাগানোর উপযুক্ত হওয়া পর্যন্ত ১০ থেকে ১৫ দিন সময় লাগতে পারে। এবং বরবটির চারা রোপণের ৩ মাস পর বরবটি গাছে ফুল আসতে শুরু করে। এবং বরবটির ফুল আসার পরবর্তী ২০ দিনের মধ্যে বরবটি সংগ্রহ করা যায়। এই পদ্ধতিটি অনুসরণ করে বছরের যেকোনো সময় টবে বরবটি চাষ করা যায়। আরো বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রাকটিক্যাল দেখে নিন.....
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: