भीमाशंकर ज्योतिर्लिंग || Bhimashankar Jyotirling 🚩
Автор: Prasanta Debnath
Загружено: 2025-06-28
Просмотров: 7
Описание:
ভগবান শিবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম হল ভীমশঙ্কর জ্যোতির্লিঙ🌺🌿🌸।
🚩এটি মহারাষ্ট্রের পুণে শহর থেকে প্রায় ১১০ কিলোমিটার দূরে সহ্যাদ্রি নামক একটি পর্বতমালায় অবস্থিত। এই জ্যোতির্লিঙ্গের শিবলিঙ্গটি বেশ মোটা হওয়ায় এটিকে 'মোটেশ্বর মহাদেব' নামেও ডাকা হয়।
♦️শিবপুরাণ অনুযায়ী, লঙ্কার রাজা রাবণের ভাই কুম্ভকর্ণ একবার পর্বতে গিয়ে কর্কটী নামক এক মহিলার সৌন্দর্যে মুগ্ধ হন এবং তাকে বিবাহ করেন। কুম্ভকর্ণ লঙ্কায় ফিরে গেলেও কর্কটী সেই পর্বতেই বাস করতে থাকেন। পরবর্তীতে কর্কটীর এক অত্যন্ত বলশালী রাক্ষস পুত্র হয়, যার নাম ছিল ভীমা।
♦️♦️বড় হয়ে ভীমা যখন জানতে পারে যে ভগবান বিষ্ণুর অবতার শ্রীরামচন্দ্র তার পিতা কুম্ভকর্ণকে বধ করেছিলেন, তখন সে শ্রীবিষ্ণু এবং সমগ্র দেবকুলের প্রতি ক্ষুব্ধ হয়ে প্রতিশোধ নেওয়ার সংকল্প করে। এই উদ্দেশ্যে সে ব্রহ্মার কঠোর তপস্যা শুরু করে। বহু বছরের তপস্যায় ব্রহ্মা প্রসন্ন হয়ে ভীমাকে অত্যন্ত শক্তিশালী হওয়ার বর দেন। এই বর পেয়ে ভীমা আরও অত্যাচারী হয়ে ওঠে এবং দেবলোকে তার রাজ্য স্থাপন করে। সে দেবপূজাও বন্ধ করে দেয়।
ভীমার অত্যাচারে জগৎ সংসারকে বাঁচাতে শৈব রাজা কামরূপ দেবাদিদেব মহাদেবের পূজা শুরু করেন। ভীমা এই কথা জানতে পেরে রাজাকে কারাগারে বন্দি করে। কারাগারেও রাজা কামরূপ একটি শিবলিঙ্গ তৈরি করে পূজা চালিয়ে যান। এতে ভীমা অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তার তলোয়ার দিয়ে শিবলিঙ্গটি ভাঙার চেষ্টা করে। তখনই স্বয়ং দেবাদিদেব মহাদেব সেখানে আবির্ভূত হন।
ভীমা ও মহাদেবের মধ্যে এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়। মহাদেবের প্রবল গর্জনে ভীমার বিনাশ হয়। কথিত আছে যে, এই যুদ্ধের সময় মহাদেবের শরীর থেকে নির্গত ঘামের ফোঁটা থেকে ভীমারথী নদী উৎপন্ন হয়েছিল। এই নদী ভীমশঙ্কর মন্দিরের পাশ দিয়ে প্রবাহিত হয়ে অদূরে কৃষ্ণা নদীর সাথে মিলিত হয়েছে।
🟠ভীমা বধের পর সমস্ত দেব-দেবী মহাদেবকে সেই স্থানেই শিবলিঙ্গ রূপে অধিষ্ঠিত হওয়ার প্রার্থনা করেন। তাঁদের প্রার্থনা শুনে মহাদেব সেখানেই ভীমশঙ্কর জ্যোতির্লিঙ্গ রূপে আবির্ভূত হন। সেই থেকেই এই স্থানে মহেশ্বর ভীমশঙ্কর জ্যোতির্লিঙ্গ নামে পূজিত হন।
🟠শিবপুরাণে বলা হয়েছে যে, সূর্যোদয়ের ঠিক পর ভীমশঙ্কর জ্যোতির্লিঙ্গে যে ভক্ত ভক্তি ভরে ভগবান শিবের পূজা করেন, তাঁর সমস্ত পাপ ধুয়ে মুছে সাফ হয়ে যায়। মহাশিবরাত্রি এবং শ্রাবণ মাসে এই জ্যোতির্লিঙ্গ দর্শনের জন্য অগণিত ভক্ত সমাগম হয়।
🔶ভীমশঙ্কর মন্দির মহারাষ্ট্রের পুণে থেকে প্রায় ১২৫ কিলোমিটার দূরে সহ্যাদ্রি পর্বতমালার গভীর অরণ্যে অবস্থিত। এটি ভীমশঙ্কর বন্যপ্রাণী অভয়ারণ্যের (Bhimashankar Wildlife Sanctuary) মধ্যে পড়ে, যা প্রকৃতিপ্রেমীদের জন্যও একটি আকর্ষণীয় স্থান।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: