কোরবানি সম্পর্কে ৭টি মাসালা।তোফায়েল আহমেদ জাবেরী। Tufayel Ahmed Jabery
Автор: Islamic Home
Загружено: 2025-06-05
Просмотров: 63
Описание:
কোরবানি সম্পর্কে ৭টি মাসালা।তোফায়েল আহমেদ জাবেরী। Tufayel Ahmed Jabery
কুরবানির হুকুম
ডেসক্রিপশন: হানাফি মাজহাব অনুযায়ী, কুরবানি প্রত্যেক সাবালেগ, আকলবান্ধ (বুদ্ধিমান), মুকিম (অবস্থানকারী), এবং নেসাব পরিমাণ সম্পদের মালিক মুসলমানের জন্য ওয়াজিব। অন্য মাজহাবে এটি সুন্নাতে মুআক্কাদাহ।
2. কুরবানির সময়সীমা
ডেসক্রিপশন: কুরবানির সময় ঈদের প্রথম দিন (১০ জিলহজ) ফজরের পর থেকে শুরু হয়ে তৃতীয় দিন (১২ জিলহজ) সূর্যাস্ত পর্যন্ত স্থায়ী হয়।
3. যার ওপর কুরবানি ওয়াজিব নয়
ডেসক্রিপশন: যে ব্যক্তি নেসাব পরিমাণ সম্পদের মালিক নয় (যেমন ঋণগ্রস্ত, গরিব), তার ওপর কুরবানি ওয়াজিব নয়, তবে ইচ্ছা করলে করতে পারে—তাতে সওয়াব আছে।
4. কুরবানির পশুর বয়স
ডেসক্রিপশন: কুরবানির জন্য নির্দিষ্ট বয়সের পশু দিতে হয়—ছাগল-ভেড়া: ১ বছর, গরু-মহিষ: ২ বছর, উট: ৫ বছর বয়স পূর্ণ হওয়া আবশ্যক।
5. অংশীদারিভিত্তিক কুরবানি
ডেসক্রিপশন: গরু বা উটে সর্বোচ্চ ৭ জন অংশীদার হতে পারে। সকলের নিয়ত কেবল কুরবানির হওয়া আবশ্যক; কেউ কেবল গোশতের উদ্দেশ্যে শরিক হতে পারবে না।
6. অপযুক্ত পশু কুরবানি করা যাবে না
ডেসক্রিপশন: কানাহীন, খোঁড়া, খুবই দুর্বল, এক চোখ অন্ধ বা অসুস্থ পশু কুরবানির অযোগ্য। সুস্থ ও নির্দোষ পশু কুরবানি করতে হয়।
7. কুরবানির গোশত বণ্টন
ডেসক্রিপশন: কুরবানির গোশত তিন ভাগ করা উত্তম—একভাগ নিজে খাওয়া, একভাগ আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের দেওয়া, একভাগ গরিব-মিসকিনদের দেওয়া।
╔═╦╗╔╦╗╔═╦═╦╦╦╦╗╔═╗
║╚╣║║║╚╣╚╣╔╣╔╣║╚╣═╣
╠╗║╚╝║║╠╗║╚╣║║║║║═╣
╚═╩══╩═╩═╩═╩╝╚╩═╩═╝
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: