প্রজ্ঞাবান ইমাম গাজ্জালির কিছু বাণী
Автор: Aitijya
Загружено: 2024-04-24
Просмотров: 93
Описание:
প্রজ্ঞাবান ইমাম গাজ্জালির কিছু বাণী
প্রজ্ঞাবান ইমাম গাজ্জালি বলেন, ইসলাম ও জ্ঞানচর্চার দ্বারা যদি তোমার উদ্দেশ্য হয়ে থাকে আত্মগৌরব ও বড়াই-অহংকার করা, সমকালীন লোকদের উপর প্রাধান্য বিস্তার করা, আপন প্রভাব ও প্রতিপত্তি প্রতিষ্ঠা করা, বিশ্ববাসীর নিকট প্রিয়পাত্র অথাব ভক্তিভাজন হওয়া, পার্থিব গৌরব অর্জণ করা এবং রকমারী ধন-সম্পদ কুক্ষিগত করা, তাহলে জেনে রাখো- এই জ্ঞান অর্জনের দ্বারা তুমি তোমার দ্বীন ও ঈমান ধ্বংস করছ, স্বীয় মূল্যবান জীভন বিনষ্ট করছ। নশ্বর এই পৃথিবীর বিনিময়ে আখিরাতের অনন্ত জীবনকে বিক্রয় করে দিচ্ছো। নিঃসন্দেহে এটা অত্যান্ত গর্হিত ও ক্ষতিকর কাজ। এই ব্যভসায় তোমার বৃহৎ লোকশান ছাড়া লাভের কিছু অবশিষ্ট থাকছে না। তিনি বলেছেন, তিনটি বিষয় মানুষকে ধ্বংস করে দেয়। সেই তিনটি বিষয় হচ্ছে লোভ, হিংসা ও অহংকার। নিজেকে যারা অন্যের থেকে বেশি উত্তম ভাবে তাদের সম্পর্কে তিনি বলেন, জেনে রাখো- যে কোন ব্যক্তি নিজেকে খোদার কোন মাখলুকের তুলনায় উত্তম মনে করবে, সেই দাম্ভিক ও অহংকারী। তোমাদের এই কথা মনে রাখা উচিৎ, যে ব্যক্তি আখিরাতের জীবনে খোদার কাছে ভালো, সেই প্রকৃত ভালো। আর এটা এমন এক বিষয়, যা অদৃশ্য এবং জীবনের শেষ মূহুর্তের উপর নির্ভরশীল। অতএব, তোমার নিজেকে অন্যেল তুলনায় উত্তম মনে করা নিতান্ত মূর্খতা ছাড়া আর কিছু নয়। তিনি আরও বলেন, জ্ঞানের সাথে বুদ্ধিমত্তার সংযোগ না ঘটলে কাউকে প্রকৃত জ্ঞানী বলা যায় না।
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: