একটি দোকানে বসে প্র্যাকটিকালি মোবাইল সার্ভিসিং শিখুন
Автор: Mobile Repair Medical Info
Загружено: 2025-07-29
Просмотров: 273
Описание:
আসসালামু আলাইকুম। (mobile repair medical info ) ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আশা করি সকলে ভালো আছেন ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভাল আছি। আমি জি এস এম তালেব (কালিগঞ্জ বাজার , সিংড়া, নাটোর)।
আমি অনেকদিন ধরে মোবাইল পেশার সাথে জড়িত আছি তো আমি আপনাদের উপকারের স্বার্থে প্রতিনিয়ত কিছু নিত্য নতুন আপডেট থেকে বেসিক লেভেলের কাজের ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব তাই আপনাদের দোয়ায় একান্ত কাম্য।
তবে আরেকটি কথা, এই মোবাইল সার্ভিসিং কাজ যারা শিখতে চাই তাদের মধ্যে যে গুনতি থাকা লাগে সেটা হল ধৈর্য আর এই ধৈর্য যদি আপনার মধ্যে না থাকে তাহলে মোবাইল সার্ভিসিং এর কাজ বা অন্য কোন কাজেই আপনি সফল হতে পারবেন না।
বর্তমান এখন দিন দিন মোবাইল ফোনের চাহিদা বাড়ছে,তেমনি মোবাইল ফোন সার্ভিসিং এর চাহিদা বাড়ছে তাই আপনি চাইলে অল্প সময় মোবাইল সার্ভিসিং এর কাজ শিখে ব্যবসা চাকরি বা বিদেশের মাধ্যমে নিজের ক্যারিয়ার গড়ে তুলতে পারেন।
অর্থাৎ, মোবাইল সার্ভিসিং কাজ করতে হলে ধৈর্য থাকতে হবে যারা মোবাইল সার্ভিসিং এর কাজ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের কাছে আপনি মোবাইল সার্ভিস এর এ টু জেড, (হার্ডওয়ার) থেকে শুরু করে (সফটওয়্যার )এর কাজগুলো আমাদের কাছে শিখতে পারেন এবং সকল প্রকার আইসি লেভেলের কাজ যেমন Emmc ic Cpu IC Power IC network IC charging IC lighting IC Wi-Fi IC audio IC সহ অন্যান্য আইসির কাজগুলো আমাদের কাছে অল্প সময়ের মধ্যে করতে পারেন আমাদের এখানে রয়েছে সম্পূর্ণরূপে প্র্যাকটিকালি কাজ করার সুযোগ।
আমাদের সাথে যোগাযোগ করতে পারেন Imo WhatsApp +88 01729839815
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: