বাঁকুড়া:- আজ ভোর থেকে আগুন জ্বলছে শুশুনিয়া পাহাড়ে,
Автор: Diganta News Bangla
Загружено: 2025-03-06
Просмотров: 9
Описание:
আজ ভোর থেকে আগুন জ্বলছে শুশুনিয়া পাহাড়ে, বন্যপ্রান ক্ষতির আশঙ্কা।
বাঁকুড়া:- আজ বৃহস্পতিবার সকাল থেকেই আগুনের লেলিহান শিখা দেখতে পাওয়া যায় শুশুনিয়া পাহাড়ের একাংশ জুড়ে। সাদা ধোঁয়ায় ঢাকা পড়ে পাহাড়ের বিস্তীর্ণ অংশ। গত বছর পাহাড়কে আগুন থেকে বাঁচিয়ে রাখতে সক্ষম হয়েছিল বনদপ্তর। তবে এ বছর বসন্তের শুরুতেই পাহাড়ে আগুন দেখতে পাওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে সর্বত্র। কে বা কারা আগুন লাগিয়েছে তা জানা যায়নি তবে এই আগুনের ফলে পাহাড়ের বন্যপ্রাণ ও ভেষজ উদ্ভিদ পুড়ে প্রবল ক্ষয়ক্ষতির আসঙ্কা থাকছে। ছাতনা বনদপ্তর খবর পেয়েই ৩০ জনের একটি টিম পৌঁছায় শুশুনিয়া পাহাড়ে। ছাতনা ফরেস্ট রেঞ্জ আধিকারিক নির্মল দাস জানিয়েছেন, ‘ কোন দুষ্কৃতি বা কেউ এই আগুন লাগিয়েছে, আমাদের নজর রয়েছে। অনেকটা কন্ট্রোলে এসেছে এই আগুন।
#news #breakingnews #newsupdate #bankura #westbengal
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: