নুরজাহান টি স্টেট। শ্রীমঙ্গল। মৌলভীবাজার। Noor Jahan tea state. sreemangal. moulvibazar
Автор: Rashid Visitor
Загружено: 2025-07-14
Просмотров: 52
Описание:
ভ্রমণের স্থান :নুরজাহান টি স্টেট, শ্রীমঙ্গল।
নূর জাহান টি স্টেট --এটি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা থেকে মাত্র ৫ কিলোমিটার অদূরে চা বাগানের অবস্থান। উঁচু নিচু টিলা মাঝখান দিয়ে সরু রাস্তা এবং টিলাতে বিছানো আছে চা গাছ। সৌন্দর্যের লীলাভূমি এই নুরজাহান টি স্টেট। টিলাতে বিছানো আছে সারি সারি চা গাছ যেন কেউ সবুজ মখমলের চাদর বিছিয়ে রেখে রেখেছে । এই সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যাবে না । উল্লেখ্য যে শ্রীমঙ্গলের চল্লিশটি চা বাগানের মধ্যে নুরজাহান টি স্টেট সবচেয়ে বড় চা বাগান এবং উঁচু-নিচু টিলার উপরে গাছ লাগানো রয়েছে। এবং ব্যক্তি মালিকানায় থাকায় চা গাছের পরিচর্যা খুব সুন্দর ভাবে করা হচ্ছে । এজন্য বাংলাদেশের ভ্রমণপিপাসু মানুষ যখন শ্রীমঙ্গলে আসে অবশ্যই নুরজাহান টি স্টেটে গমন করে। এই শ্রীমঙ্গলে ফিনলে , ইস্পাহানি , ন্যাশনাল টি স্টেট থেকে শুরু করে অনেক প্রসিদ্ধ চা কোম্পানির বাগান রয়েছে। তার মধ্যে নূরজাহান টি স্টেট টি সৌন্দর্য এতই মনমুগ্ধকর দর্শনার্থীরা শ্রীমঙ্গলে আসলে নুরজাহান টি স্টেটে আসবেই। নুরজাহান চা বাগানটির ভিডিও তৈরি করে ফেসবুকে দেয়া হয়েছে যাতে আপনারা একটু ধারনা পান। যারা চায়ের রাজধানী শ্রীমঙ্গলে আসবেন অবশ্যই নুরজাহান চা বাগানে আসবেন। নুরজাহান চা বাগানে আসলে আপনার চোখ জুড়িয়ে যাবে রাস্তার দুই ধারে উঁচু উঁচু টিলার গায়ে চা বাগান যেন শ্রীমঙ্গলের সৌন্দর্যের মাত্রা বহু গুনে বাড়িয়ে তুলেছে। তাই দেরি না করে পরিবার নিয়ে ছুটে আসুন চায়ের রাজধানী শ্রীমঙ্গলে আর শ্রী মঙ্গলে আসলেই নুরজাহান চা বাগানে তো আসতেই হবে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: