ধন সম্পদ বাড়ানোর দোয়া
Автор: ISLAM IS BETTER LIFE
Загружено: 2025-09-09
Просмотров: 12614
Описание:
আল্লাহ তায়ালা মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য। তিনি কাউকে ধন-সম্পদ দিয়েছেন, আবার কাউকে কম দিয়েছেন। তবে যে মানুষ পরিশ্রম করে, হালাল উপায়ে রিজিক কামাই করে এবং আল্লাহর উপর ভরসা রাখে, তার জন্য আল্লাহ অসংখ্য বরকতের দরজা খুলে দেন। 💎
)
রাসূল ﷺ আমাদের শিখিয়েছেন কিছু বিশেষ দোয়া, যা ধন-সম্পদ, রিজিক ও বরকত বৃদ্ধির জন্য পড়া খুবই গুরুত্বপূর্ণ।
✨ ধন-সম্পদ বাড়ানোর একটি দোয়া:
اللَّهُمَّ اكْفِنِي بِحَلاَلِكَ عَنْ حَرَامِكَ، وَأَغْنِنِي بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ
উচ্চারণ:
“আল্লাহুম্মাক্ফিনী বিহালালিকা ‘আন হারামিকা, ওয়া আগনিনী বিফাদলিকা আম্মান সিওয়াক।”
অর্থ:
হে আল্লাহ! তোমার হালাল জিনিস দ্বারা আমাকে যথেষ্ট করে দাও, আর হারাম থেকে বাঁচিয়ে দাও। এবং তোমার অনুগ্রহ দ্বারা আমাকে এমনভাবে সমৃদ্ধ করো, যাতে আমি তোমাকে ছাড়া কারো মুখাপেক্ষী না হই।
এই দোয়া প্রতিদিন সকালে-বিকেলে পড়লে আল্লাহ রিজিকের দরজা খুলে দেন এবং ধন-সম্পদে বরকত দেন। 🕌
✅ ধন-সম্পদ বাড়ানোর কিছু আমল:
1. পাঁচ ওয়াক্ত নামাজ সময়মতো আদায় করা।
2. সূরা ওয়াকিয়া প্রতি রাতে পড়া।
3. ইস্তেগফার বেশি বেশি করা। (আল্লাহ কুরআনে বলেছেন, ইস্তেগফার করলে তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন, সন্তান দিবেন ও সম্পদে সমৃদ্ধ করবেন।)
4. সদকা করা। যত বেশি দান করবেন, আল্লাহ তত বেশি ধন-সম্পদ বাড়িয়ে দেবেন।
5. পিতা-মাতার খেদমত করা। এটা রিজিক ও জীবনের বরকতের বড় কারণ।
💡 মনে রাখবেন, ধন-সম্পদ শুধু টাকা-পয়সা নয়। বরং হালাল আয়ে বরকত, সুস্থতা, সুখী পরিবার, শান্তি এবং পরিতৃপ্তি—এগুলোও প্রকৃত সম্পদ।
👉 তাই এই ভিডিওর মাধ্যমে শিখুন ধন-সম্পদ বাড়ানোর দোয়া এবং আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করুন। কারণ তিনিই রিজিক দাতা, তিনিই গনি (অপরিমেয় ধন-সম্পদের মালিক
#ধনসম্পদ #রিজিক #দোয়া #ইসলামিকরিলস #কুরআন #হাদিস #সদকা #নামাজ #ইস্তেগফার #হালালরিজিক #IslamicReminder #IslamicVideo #ViralIslamicReels #IslamicMotivation #আল্লাহ
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: