Bangla 2nd Paper, Class 9-10, বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি, পরিচ্ছেদ ১৮ বিশেষ্য।
Автор: Faruk Learning Zone
Загружено: 2021-11-16
Просмотров: 44977
Описание:
বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি, পরিচ্ছেদ ১৮, বিশেষ্য , অনুশীলনীর প্রশ্ন সমাধান।
স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, বি.সি.এস, ব্যাংক, যেকনো চাকরির পরীক্ষার জন্য।
বিশেষ্য পদ
যেসব শব্দ দিয়ে ব্যক্তি, প্রাণী, স্থান, কল্প, ধারণা ও গুণের নাম বোঝায়, সেগুলােকে বিশেষ্য বলে। যেমন – নজরুল, বাঘ, ঢাকা, ইট, ভােজন, সততা ইত্যাদি।
বিশেষ্য পদ এর শ্রেণিবিভাগ
বিশেষ্য সাধারণত ছয় প্রকার:
নাম-বিশেষ্য
জাতি-বিশেষ্য
বহু-বিশেষ্য
সমষ্টি-বিশেষ্য
গুণ-বিশেষ্য
ক্রিয়া-বিশেষ্য
১. নাম-বিশেষ্য :
ব্যক্তি, স্থান, দেশ, কাল, সৃষ্টি প্রভৃতির সুনির্দিষ্ট নামকে নাম-বিশেষ্য বলা হয়। যেমন – ব্যক্তিনাম: হাবিব, সজল, লতা, শম্পা। স্থাননাম: ঢাকা, বাংলাদেশ, হিমালয়, পদ্মা। কালনাম: সােমবার, বৈশাখ, জানুয়ারি, রমজান। সৃষ্টিনাম: গীতাঞ্জলি, সঞ্চিতা, ইত্তেফাক, অপরাজেয় বাংলা।
২. জাতি-বিশেষ্য :
জাতি-বিশেষ্য সাধারণ-বিশেষ্য নামেও পরিচিত। এ ধরনের বিশেষ্য নির্দিষ্ট কোনাে নামকে না বুঝিয়ে প্রাণী ও অপ্রাণীর সাধারণ নামকে বোঝায়। যেমন – মানুষ, গরু, ছাগল, ফুল, ফল, নদী, সাগর, পর্বত ইত্যাদি।
৩. বন্ধু বিশেষ্য :
কোনাে দ্রব্য বা বস্তুর নামকে বন্ধু বিশেষ্য বলে। যেমন – ইট, লবণ, আকাশ, টেবিল, বই ইত্যাদি।
৪. সমষ্টি-বিশেষ্য :
এ ধরনের বিশেষ্য দিয়ে ব্যক্তি বা প্রাণীর সমষ্টিকে বােঝায়। যেমন – জনতা, পরিবার, কঁক, বাহিনী, মিছিল ইত্যাদি।
৫. গুণ-বিশেষ্য :
গুণগত অবস্থা ও ধারণার নামকে গুণ-বিশেষ্য বলে। যেমন – সরলতা, দয়া, আনন্দ, গুরুত্ব, দীনতা, ধৈর্য ইত্যাদি।
৬. ক্রিয়া-বিশেষ্য :
যে বিশেষ্য দিয়ে কোনাে ক্রিয়া বা কাজের নাম বােঝায়, তাকে ক্রিয়া-বিশেষ্য বলে। যেমন – পঠন, ভেজিন, শয়ন, করা, করানাে, পাঠানাে, নেওয়া ইত্যাদি।
অনুশীলনী
সঠিক উত্তরে টিক চিহ্ন দাও
১. যে সব শব্দ দিয়ে কোনাে কিছুর নাম বােঝায় তাকে কী বলে?
ক. বিশেষ্য
খ. অনুসর্গ
গ. যােজক
ঘ. সর্বনাম
২. বাক্যে ব্যবহারের সময়ে বিশেষ্যের সঙ্গে কী কী যুক্ত হয়?
ক. বিভক্তি, নির্দেশক ও বচন
খ. বিশেষ্য, বিশেষণ ও সর্বনাম
গ. অনুসর্গ, নির্দেশক ও বিশেষ্য
ঘ. বিশেষণ, অব্যয় ও ক্রিয়া
৩. ‘পদ্মা’ কোন জাতীয় নাম-বিশেষ্য?
ক. সৃষ্টিনাম
খ. কালনাম
গ. স্থাননাম
ঘ. ব্যক্তিনাম
৪. জাতি-বিশেষ্যের উদাহরণ কোনটি?
ক. আকাশ
খ. নদী
গ. পদ্ম
ঘ. হিমালয়
৫. নিচের কোনগুলি সমষ্টি-বিশেষ্যের উদাহরণ?
ক. পরিবার ও মিছিল
খ. নদী ও সাগর
গ. সঞ্চিতা ও ইত্তেফাক
ঘ. আকাশ ও বই
৬. গুণ-বিশেষ্য কোনটি?
ক. সাগর
খ. সততা
গ. ভােজন
ঘ. বাহিনী
৭. নিচের কোনটি কালনাম শ্রেণির নাম-বিশেষ্য?
ক. বৈশাখ
খ. হিমালয়
গ. আকাশ
ঘ. পবন
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: