শীতে ভিয়েতনাম শোল মাছের পরিচর্যা | শোল মাছের ক্ষত রোগ মোকাবেলায় শীতের আগাম পরিচর্যা | Hd fishing BD
Автор: Fish BD Fisheries And Nursery
Загружено: 2021-01-06
Просмотров: 314
Описание:
#ভিয়েতশোল #শোলমাছ #vietsholl
এগুলো হচ্ছে ভিয়েতনামি শোল মাছের পোনা। এগুলো এক কেজিতে ১৫০ পিস। এগুলো সরাসরি চাষে দেওয়া র আগে একটু বড় করে নিচ্ছি৷ এগুলো বায়োফ্লক ট্যাংক/ হাউজ কিংবা পুকুরে চাষ করতে পারবেন। এগুলো খাবার দানাদার 1.mm. এগুলো আপনারা ৫০০০লিটারে ৬০০ পিস মাছ দিতে পারবেন। পুকুরে চাষ করতে গেলে প্রতি শতকে ৩০০ থেকে ৩৫০ পিস চাষ করতে পারবেন। এগুলো বাজারজাত করতে ৫ থেকে ৬ মাস লাগবে। ৪০০/৬০০ গ্রাম ওজন হবে৷ এই মাছগুলো দ্রুত বড় হবে, এগুলো রেডি ফিড খাবার খায়। এগুলোকে মাছের পোনা খাওয়াতে হবে না, পুকুরে চাষ করতে গেলে ৩ফুট থেকে ৫ ফুট গভীরতা পানি আদর্শ। ট্যাংকে/ বায়োফ্লকে চাষর জন্য আড়াই ফিট থেকে চার ফিট পানি রাখলেই হবে। শীতের সময় এগুলোকে আলাদা পরিচর্যা করতে হয়৷ ক্ষত রোগের ঔষধ ১৫ দিন পরপর দিতে হয়। ক্ষত হইলেও রোগের চিকিৎসা রয়েছে, আলাদা আলাদা কোম্পানি রয়েছে যারা ভালো মানের ঔষধ সরবরাহ করে৷ আমরা এই মাছের পোনাগুলো বিক্রি করে থাকি। আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন। লোকেশন ও পরিমাণের উপর দাম নির্ভর করবে। তাছাড়া যেকোনো পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন।
আমাদের ঠিকানা-
'ফিস বিডি ফিশারীজ ও নার্সারী'
প্রোঃ বিজয় রায়
ধলাসোমপাড়া,এিশাল, ময়মনসিংহ
ফোন :01682842359(imo)/01792223363
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: