মাটিছাড়া জলে ফসল উৎপাদন | হাইড্রপনিক চাষ পদ্ধতি | Hydroponic Agriculture@swapanagro
Автор: SWAPAN agro
Загружено: 2025-09-04
Просмотров: 276
Описание:
মাটিছাড়া জলে ফসল উৎপাদন | হাইড্রপনিক চাষ পদ্ধতি | Hydroponic Agriculture
মাটিছাড়া জলের মাধ্যমে ফসল উৎপাদন বা হাইড্রোপনিক চাষাবাদ (Hydroponic Agriculture) আধুনিক কৃষি প্রযুক্তির এক অসাধারণ কৃষি প্রযুক্তি৷ এই প্রযুক্তির মাধ্যমে আমরা-
• ফসলের জাতের জাতের বিশুদ্ধতা রক্ষা করে স্বল্প পরিসরে অধিক পরিমাণে ফসল উৎপাদন করতে পারি৷
• মাত্রারিক্ত রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে প্রচুর পরিমাণে অর্থ সাশ্রয় করতে পারি
• রোগ - পোকামাকড়ের আক্রমণ সহজেই নিয়ন্ত্রণ করে অর্থ সাশ্রয় করে বিশুদ্ধতা রক্ষা করে পারিবারিক স্বাস্থ্য রক্ষা করে নিরাপদ শাকসবজি ও ফলমূল উৎপাদন করতে পারি
• মাটির ব্যবহার ছাড়াই আধুনিক রুচিশীল কৃষিকাজ করে অর্থ ও সামাজিক সন্মানে সন্মানিত কৃষক হিসেবে পরিচিতি লাভ করতে পারি
• ফসলের নতুন নতুন জাত উদ্ভাবন করতে পারি
• ফসলের নিবিড়তা বাড়িয়ে আন্তঃ পরিচর্যাসহ ব্যাপক পরিমাণে শ্রমিক খরচ কমাতে পারি৷
• পারিবারিক বিনোদনের মাধ্যমে বিশুদ্ধ ফুল, ফল ও সবজি উৎপাদন করতে পারি৷
এই প্রযুক্তির জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতিসমূহঃ
1. একটি নেট হাউস
2. এলইডি লাইট
3. এসি বা ডিসি মোটর পাম্প
4. চিকন বা মোটা প্লাস্টিকের পাইপ
5. ড্রিপার
6. কোকোপিট ও স্পঞ্জ
7. কুলিং ও এগজস্ট ফ্যান
8. ফগার, টিউব
9. থার্মোকল বা ককসিট
10. ৪ ইঞ্চি এবং ২ ইঞ্চ পাইপ
11. ক্ষুদ্র পরিমাপক যন্ত্র (০.০০১ মিলিগ্রাম থেকে ১ কিলোগ্রাম পর্যন্ত)
12. ph মিটার
13. থার্মোমিটার
14. EC মিটার
15. টাইমার
16. কালো রংয়ের কাঁচের বোতল, প্লাস্টিকের ছোট বড় পাত্র
17. বড় আকারের জলের ড্রাম
18. জল বিশুদ্ধ করার যন্ত্র অথবা পর্যাপ্ত পরিমাণে বৃষ্টির জল
19. বৈদ্যুতিক সুইচ, লাইট, হোল্ডার, প্লাগ, তার সহ প্রয়োজনীয় যন্ত্রপাতি
এছাড়াও মূখ্য ও গৌণ খাদ্যোপাদানসমূহ :
মূখ্য খাদ্যোপাদান:
১. নাইট্রোজেন (N),
২. ফসফরাস (P),
৩. পটাশিয়াম (K),
৪. ক্যালশিয়াম (Ca),
৫. সালফার (S),
৬. ম্যাগনেশিয়াম (Mg),
৭. কার্বন (C),
৮. হাইড্রোজেন (H),
৯. অক্সিজেন (O)
গৌণ খাদ্যোপাদান:
অথবা ( trace minerals):
১. আয়রন (Fe),
২. বোরন (B),
৩. ক্লোরিন (Cl),
৪. মাঙ্গানিজ (Mn),
৫. জিংক (Zn),
৬. কপার (Cu),
৭. মলিবডেনাম (Mo),
৮. নিকেল (Ni)
এই সকল খাদ্যোপাদান সংগ্রহ করার জন্য প্রয়োজনীয় রাসায়নিক উপাদানসমূহ :
A সল্যুশন প্রস্তুতের জন্য
১. অ্যামোনিয়াম ফসফেট (NH4H2PO4) : ১১৫ গ্রাম গুলিয়ে নিতে হবে ১০ এম.এল
২. পটাশিয়াম নাইট্রেট (KNO3) : ১০১ গ্রাম গুলিয়ে নিতে হবে ৬০ এম.এল
৩. ক্যালশিয়াম নাইট্রেট (Ca(NO3 )2 : ১৬৪ গ্রাম গুলিয়ে নিতে হবে ৪০ এম.এল
৪. ম্যাগনেশিয়াম সালফেট (MgSO4) : ১২০ গ্রাম গুলিয়ে নিতে হবে ২০ এম.এল
B সল্যুশন প্রস্তুতের জন্য
৫. অ্যামোনিয়াম ফসফেট (H3BO3) : ২.৮৬ গ্রাম গুলিয়ে নিতে হবে ১০ এম.এল
৬. পটাশিয়াম নাইট্রেট (MnCl2 .4H2O) : ১.৮১ গ্রাম গুলিয়ে নিতে হবে ১০ এম.এল
৩. ক্যালশিয়াম নাইট্রেট (ZnSO4 .7H2 O ) : ০.২২ গ্রাম গুলিয়ে নিতে হবে ১০ এম.এল
৪. কপার সালফেট (CuSO4 . 5H2O) : ০.০৮ গ্রাম গুলিয়ে নিতে হবে ১০ এম.এল
৫. এমোনিয়াম মলিবডেট (Ammonium Molybdate) : ০.০২ গ্রাম গুলিয়ে নিতে হবে ১০ এম.এল
৬. a) 300 ml water +19 g KOH mix together then + 26 g EDTA Mix slowly and
make 1 L volume Keep durk bottole (Fe-EDTA stock) 0.25 ml
b) 500 ml water + 25 g FeSO4.7H2O
এই সল্যুশনসগুলো আলাদা আলাদা ভাবে প্রস্তুত করে কালো বোতলে সংরক্ষণ করতে হবে৷ সেখান থেকে A solution গুলো এবং B Solutions গুলো থেকে নিন্মোক্ত হারে দ্রবণ প্রস্তুত করে গাছে খাদ্য সরবরাহ করতে হবে৷

আশাকরি ভিডিওটি ভালোভাবে দেখে এবং প্রয়োজনীয় তথ্যের মাধ্যমে শিক্ষিত অগ্রবর্তী শ্রেণীর কৃষক, কৃষিসহ আগ্রহী ছাত্রছাত্রীদের অনেকেই উপকৃত হবেন এই আশাবাদ ব্যক্ত করি৷ যা বিস্তারিত ভিডিও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যা আগ্রহী কৃষকদের জ্ঞান বৃদ্ধির সাথে সাথে কৃষক বন্ধুদের অনেক উপকারে আসবে৷
---------------------------------------------------------------------------------------
Video shooting : DJI Action5 pro
Video editing : Samsung Galaxy M12
Venue : Jessore, Bangladesh
Video Editor & Presenter: Roy Swapan
Video capturing : KineMaster
Speaker: Swapan Roy, Agriculturist & Entrepreneurs
Shadow music in courtesy : Collected by friend
Music: Dotara & Flute
Musician: Local
Vedio clip courtesy : SwapanAgro
-------------------------------------------------------------------------------------------
"SWAPAN agro" কৃষি এবং কৃষিপ্রযুক্তি সংক্রান্ত সম্পুর্ন (Agriculture Related YouTube Channel) কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল৷ এখানে কৃষি এবং কৃষির আধুনিক প্রযুক্তির কলাকৌশল তুলে ধরা হয়৷ আপনার আগ্রহের ফসলের চাষাবাদ, রোগবালাই ব্যবস্থাপনা, আধুনিক লাগসই প্রযুক্তি, ফসলের নতুন নতুন জাত পরিচিতি, রোগবালাই ব্যাবস্থাপনা, সমস্যা-প্রতিকার, কৃষকের সাফল্যগাঁথা এবং সম্ভাবনার নানাদিক তুলে ধরা হয়৷ চ্যানেলটি উদ্দেশ্য, বেকার তরুন-তরুণী, মায়েদের এবং মেয়েদের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে কিভাবে বাড়তি আয়ের সুযোগ সৃষ্টি করা যায় এবং নতুন নতুন কৃষি উদ্যোক্তা গড়ে তোলা যায় তারই একটি নিরলস প্রচেষ্টা৷ সুপরিকল্পিত চাষাবাদের মাধ্যমে বেকার সমস্যার সমাধান করে পরিবার, সমাজ এবং সর্বপরি দেশের অর্থনৈতিক এবং ব্যক্তি জীবনের আমুল বদল ঘটাতে পারে একমাত্র কৃষি৷
-------------------------------------------------------------------------------------------
Facebook Page: / swapanagr
---------------------------------------------------------------------------------------#coastal #agro #lemon #kandi #কান্দি
এই চ্যানেলে আরও জানতে পারবেন--
Your Queries 👇
#এলাচ #agriculture #চাষপদ্ধতি
#hydroponics
#উপকূলীয়অঞ্চল
#হাইড্রোপনিক
#entrepreneurship
#গ্রাফটিং
#বিনাচাষে
#ব্যানানাম্যাংগো
#mangocrop
#coastal #কুঁজফল@swapanagro
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: