জিয়াগঞ্জে সপরিবারে শিক্ষক খুনে এক সপ্তাহ পর গ্রেফতার ২০ বছরের যুবক(VIDEO) ANM NEWS JIAGANJ MURDER
Автор: ANM NEWS
Загружено: 2019-10-15
Просмотров: 7407
Описание:
JIAGANJ_MURDER_CASE_SOLVED #BERHAMPORE #MURSHIDABAD #SRI_MUKESH_SP #ACCUSED_ARRESTED
মানালী পাত্র, বহরমপুর: অবশেষে খুনের কিনারা হল ঘটনার এক সপ্তাহের মাথায়। মুর্শিদাবাদ জেলা পুলিশের তৎপরতায় জিয়াগঞ্জে শিক্ষকের পরিবার হত্যায় বন্ধুপ্রকাশ পাল(৩৫), বিউটি পাল(৩০) এবং তাদের ছেলে আর্য পাল(৬)-এর খুনিকে গ্রেপ্তার করা হল। জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পুরসভার ১৬ নং ওয়ার্ডের কানাইগঞ্জ লেবুবাগানে খুন হওয়া শিক্ষকের বাড়ি। ঘটনার পর জেরা করা হয়েছিল বন্ধুপ্রকাশ পালের ব্যবসায়িক পার্টনার সৌভিক বণিক, আলিয়াশ দুধওয়ালা ও বাড়ির কাজের মহিলাকে। তারপরই প্রকাশ পায় এই নৃশংস হত্যার পেছনে রয়েছে উৎপল বেহরা, বাড়ি সাগরদিঘী থানার অন্তর্গত সাহাপুর গ্রামে। পুলিশ জানিয়েছে, বন্ধুপ্রকাশ পাল সাগরদিঘী থানার অন্তর্গত বারালা সাহাপুর প্রাইমারি স্কুলের একজন শিক্ষক ছিলেন, পাশাপাশি নানান রকম পলিশি করতেন। কিছুদিন আগে শেয়ার মার্কেট এবং মিউচুয়াল ফান্ডেও উনি যুক্ত হয়েছিলেন। বহু মানুষ টাকা ঠিকঠাকভাবে পলিসির কাগজপত্র পেতেন না, এই নিয়ে নানান জনের মধ্যে ক্ষোভ ছিল। উৎপল বেহরা এগরাতে রাজমিস্ত্রির কাজ করত। তার বাবা মাধব বেহেরা স্কুলে গিয়ে বারংবার বন্ধুপ্রকাশকে তাদের জমা টাকার রসিদ চাইতেন। কিন্তু বারবারই ফিরিয়ে দেওয়া হয় এবং গালিগালাজ করা হয়। সেই ক্ষোভের থেকেই এই খুন বলে উৎপল স্বীকার করেছে।
সে প্রথমে বাড়ির দরজা খুলতেই সামনে প্রকাশকে পায় এবং তাকে অস্ত্র দিয়ে প্রথমে আঘাত করে। তারপর ঘরের ভিতরে ঢুকে তার ৯ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে এবং তারপর তার ছোট্ট সন্তান আর্য পালকে নৃশংসভাবে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে। জামাকাপড় পাল্টে সেখান থেকে বেরিয়ে পড়ে এবং সদরঘাট পেরিয়ে নিজের বাড়ির উদ্দেশে রওনা হয়।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: