"চৈত্র সংক্রান্তি ও হাজরা পূজার সম্পূর্ণ আয়োজন | গ্রাম বাংলার চিরচেনা উৎসব"
Автор: Arup Kumar
Загружено: 2025-04-16
Просмотров: 352
Описание:
চৈত্র সংক্রান্তি ও হাজরা পূজার সম্পূর্ণ আয়োজন | গ্রাম বাংলার চিরচেনা উৎসব।
চৈত্র মাসের শেষ দিনটি গ্রামবাংলার জন্য এক বিশেষ আনন্দের উপলক্ষ। এই দিনে পালিত হয় হাজরা পূজা, যা ভক্তি, ঐতিহ্য আর লোকজ সংস্কৃতির অপূর্ব মেলবন্ধন।
এই ভিডিওতে আমরা আপনাদের নিয়ে যাবো এক গ্রাম্য পরিবেশে, যেখানে হাজরা পূজার প্রতিটি ধাপ—প্রস্তুতি, পূজার্চনা, আরতী, ভক্তদের ভিড় ও মেলা—সবকিছু ধরা পড়েছে জীবন্তভাবে। চৈত্র সংক্রান্তির এই মহোৎসবে কীভাবে গ্রামবাসীরা দিনটি উদযাপন করেন, তারই এক ঝলক দেখা যাবে এই ভিডিওতে।
যা যা দেখবেন এই ভিডিওতে:
হাজরা ঠাকুরের পূজার প্রস্তুতি,
ভক্তদের ঢল ও মেলা পরিবেশ,
লোকগান ও সাংস্কৃতিক পরিবেশনা,
ঐতিহ্যবাহী খাবার ও প্রসাদ বিতরণ,
গ্রামবাংলার শিকড়ের সঙ্গে যুক্ত এই চিরায়ত উৎসবের সৌন্দর্য উপভোগ করতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
#হাজরাপূজা #চৈত্রসংক্রান্তি #বাংলারউৎসব #গ্রামবাংলা #লোকসংস্কৃতি
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: