ভাগ্য বিরম্বনা। জীবনের গান। নতুন বাংলা লিরিক্যাল ভিডিও 2025
Автор: কবিয়ানা
Загружено: 2025-05-10
Просмотров: 1021
Описание:
ভাগ্য বিরম্বনা। জীবনের গান। নতুন বাংলা লিরিক্যাল ভিডিও 2025। নতুন বাংলা গান 2025
একেই বলে ভাগ্য বিরম্বোনা, করে ছলোনা...
একেই বলে ভাগ্য বিরম্বোনা।
একেই বলে ভাগ্য বিরম্বোনা, করে ছলোনা...
একেই বলে ভাগ্য বিরম্বোনা।
আমি রত্ন দেখে ছুটে ছুটে যাই,
যা দেখি, তার কিছু নাহি পাই।
আমি রত্ন দেখে ছুটে ছুটে যাই,
যা দেখি, তার কিছু নাহি পাই।
ধরলে সোনা, কপাল গুনে,
পুড়ে হয়ে যায় ছাই।
অবুঝ এ মনটা আমার,
বুঝেও কিছু বোঝেনা।
একেই বলে ভাজ্ঞ বিরম্বোনা।
চাই যদি আমি ফাগুন,
সেখানেই লাগে আগুন,
এমোনি ভাগ্য আমার,
এতো আমার ভাগ্যেরি গুন।
চাই যদি আমি ফাগুন,
সেখানেই লাগে আগুন,
এমোনি ভাগ্য আমার,
এতো আমার ভাগ্যেরি গুন।
চাই যদি সোনালী দিন,
মেঘ জমে হয় তা বিলিন।
এ কপাল ঠিক করাতে,
বলোনা কার কাছে যাই।
অবুঝ এ মনটা আমার,
বুঝেও কিছু বোঝেনা।
একেই বলে ভাজ্ঞ বিরম্বোনা।
লোকে আমায় মন্দ বলে,
মূল কেটে যায় তলে তলে,
বুঝিবার উপায় কিছু নাই।
লোকে আমায় মন্দ বলে,
মূল কেটে যায় তলে তলে,
বুঝিবার উপায় কিছু নাই।
বামি যারে ভালোবাসি,
তার মুখে নেইতো হাঁসি।
বামি যারে ভালোবাসি,
তার মুখে নেইতো হাঁসি।
সুযোগ পেলে সেও করে,
করে নানা ছলোনা।
অবুঝ এ মনটা আমার,
বুঝেও কিছু বোঝেনা।
একেই বলে ভাজ্ঞ বিরম্বোনা।
একেই বলে ভাগ্য বিরম্বোনা, করে ছলোনা...
একেই বলে ভাগ্য বিরম্বোনা।
Lyrics: SM Sohag
Singer, Tune and Music by: SANU
Facebook: / smsohagsms
X: https://web.x.com/smsohagsms
Instagram: / smsohagsms
#Kobiyena #Kobiyana #কবিয়ানা #Kobeyana #Kobi Ana #কবি আনা
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: