পরিযায়ী শ্রমিক । Migrant Workers। Trailer। Bengali Poem Recitation। Sourav & Pallab
Автор: Abosor অবসর
Загружено: 2020-05-13
Просмотров: 229
Описание:
ওরা কাজ করে দেশ থেকে দেশান্তরে। বাড়ি ছেড়ে হাজার হাজার মাইল দূরে জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করতে থাকা মানুষগুলি দিনকয়েক ধরে বেঁচে থাকার আর্তি জানিয়েছেন বারবার। খাবার চেয়েছেন, বাসস্থানের নিরাপত্তা চেয়েছেন। কোনও কিছুই পাননি। তাই পায়ে হেঁটেই নিজের নিজের জন্মমাটির দিকে রওনা হয়ে যান তাঁরা।
এই সব মানুষ বাড়ি ছেড়ে হাজার হাজার মাইল দূরে জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করতে থাকা বেঁচে থাকার আর্তি জানিয়েছেন বারবার। খাবার চেয়েছেন, বাসস্থানের নিরাপত্তা চেয়েছেন। কোনও কিছুই পাননি। তাই পায়ে হেঁটেই নিজের নিজের জন্মমাটির দিকে রওনা হয়ে যান তাঁরা।
এইসব মানুষদের উদ্দেশ্যেই আমার লেখা এক স্বরচিত কবিতা নিয়ে খুব শীঘ্রই আসছি আমাদের এই নতুন 'অবসর' চ্যানেল এ। কবিতা পাঠে আমি সৌরভ আর আমার সহদর ভ্রাতা পল্লব। আশা করি আমাদের কাজ আপনাদের ভালো লাগবে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: