"@shakilcreations1
Автор: Shakil creations
Загружено: 2026-01-20
Просмотров: 166
Описание:
Song: টিনের ঘরে সুখ
Singer: shakil mia
Writer: shakil mia
Producer: shakil mia
Lyrics:
একটু খানি সুখের আশায়…
টিনের ঘর, ঘাম ঝরা জীবন…
এইটা গল্প না, এইটা বাস্তব।
একটু খানি সুখের আশায় বাড়া থাকি টিনের বাসায়,
বৃষ্টি পড়লে ছাদ কাঁপে, বুকের ভিতর শব্দ বাজায়।
স্বামী-স্ত্রী দুইজন খাটি, সকাল যায় আর রাত যায়,
জীবন দৌড়, বসার সময় নাই, স্বপ্নগুলো ক্লান্ত হয় যায়।
চুলার আগুন, ঘামের গন্ধ, দিন শুরু হয় চাপ দিয়ে,
হাসিটাও আজ কাজের জিনিস, সময় নাই হাসি দিয়ে।
টাকার হিসাব, মাসের শেষে—শূন্য পকেট কথা কয়,
ভালো থাকার স্বপ্নগুলো দেয়াল টপকাতে ভয় পায়।
টিনের ঘরে সুখ কি আসে? আসে শুধু ঘাম আর কষ্ট,
ভালোবাসা বাঁচাই তবু, বুকের ভিতর আগুন জ্বলছে স্পষ্ট।
বসার সময় নাই রে ভাই, দম নেওয়ারও ফুরসত নাই,
একটু সুখের আশায় বাঁচি—এই জীবনটাই লড়াই।
তুমি কাজে, আমি কাজে—কথা জমে চোখের ভিতর,
ক্লান্ত চোখে দেখি দু’জন, স্বপ্নগুলো ধুলোয় মাখা ভিতর।
হাত ধরলে বুঝে নিই, কত ব্যথা লুকানো মনে,
না বলা কষ্টগুলো ঘুমায় রাতের নীরব কোণে।
পাশের বাড়ি আলো ঝলমল, আমাদেরটা আধো অন্ধকার,
সুখটা যেন দূরের বাস, থামে না আমাদের দরজার ধার।
তবু ভাঙি নাই হাল আজও, শক্ত করে দাঁড়াই,
টিনের ঘরেই শিখেছি ভাই—কিভাবে মানুষ টিকে যায়।
এই জীবন আমাদের শেখায়—ঘাম মানেই লজ্জা না,
কষ্ট মানেই হার না ভাই, এইটাই আমাদের কথা।
একদিন রোদ নামবে জানি, এই ছাদের ফাঁক দিয়ে,
সেই দিনের স্বপ্ন আঁকি আজ, চোখের জলে লিখে।
কাজ করি, মরছি না—বাঁচার নামই যুদ্ধ,
পেটে ক্ষুধা, মনে আশা—এইটাই আমাদের শুদ্ধ।
লোকেরা দেখে না ঘাম, দেখে শুধু ফলাফল,
আমাদের গল্প লেখা হয় কষ্ট, সময় আর শ্রমে মিল।
সুখ চাই নাই সোনা দিয়ে, চাই নাই দালান বড়,
একটু শান্ত ঘুম চাই শুধু, চাপহীন একটা ভোর।
যতদিন বুকের ভিতর নিঃশ্বাস আছে ভাই,
টিনের ঘরেও রাজা আমরা—মাথা নুইয়ে যাই না তাই।
টিনের ঘরে সুখ কি আসে? আসে ঘাম আর দীর্ঘশ্বাস,
তবু একসাথে বাঁচার নামই আমাদের ভালোবাস।
বসার সময় নাই ঠিকই, তবু হাত ছাড়ি নাই,
একটু খানি সুখের আশায়—এভাবেই বাঁচি ভাই।
এইটা গান না ভাই…
এইটা আমাদের জীবন।
#shakil #bangla #rap #song #sad #newmusic #love #trembling #viral #bolleywoodsong #tseries
2026
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: