চোঁ চোঁ করে পেট্রোল টানা আজব নেশা বাঁদরের! দেখে নিন অবিশ্বাস্য ভিডিও
Автор: Avijit247
Загружено: 2017-11-11
Просмотров: 1914
                Описание:
                    বদলে যাচ্ছে পৃথিবীর জলবায়ু। এই পরিস্থিতিতে নানা অদ্ভুত কাণ্ড ঘটবে সে আর কী এমন আশ্চর্যের! হরিয়ানার পানিপথে এক বাঁদরের আজব নেশার কথা সামনে আসতেই সেই ছবি আরও একবার স্পষ্ট হল। সেই ভিডিও হয়েছে এরই মধ্যে ভাইরাল।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে জানা যাচ্ছে, পানিপথের একটি বাজারে কয়েকজন বাইক আরোহী বাইক দাঁড় করিয়ে রাখতেন। তাঁরা আচমকাই আবিষ্কার করেন, তাঁদের বাইকের পেট্রোল খোয়া গিয়েছে। ঠিক কী ঘটছে, তা তাঁরা আন্দাজও করতে পারেননি। এমতাবস্থায় তাঁরা গোপনে লক্ষ রাখা শুরু করেন স্ট্যান্ড করে রাখা বাইকটির দিকে। এর পরই সামনে আসে আসল ঘটনা। দেখা যায়, কোনও মানুষ নয়, এই কাণ্ড ঘটাচ্ছে এক বাঁদর! সে এসে চোঁ চোঁ করে পান করে নিচ্ছে বাইকের পেট্রোল। 
কিন্তু কেন এমন আজব অভ্যেস করেছে ওই না-মানুষ! সকলকে চমকে দিয়ে এক স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা জানাচ্ছেন, পেট্রোল ছাড়া আর কিছু মুখেই রুচছে না তার! এমনকী, কলা বা বাদাম দিয়েও তাকে খুশি করা যাচ্ছে না। সে বাইকের পাইপ মুখে দিয়ে চোঁ চোঁ করে পান করে নিচ্ছে পেট্রোল। ওটাই এখন তার কাছে একমাত্র শখের পানীয়।                
                
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
- 
                                
Информация по загрузке: