হৃদয় কাপারনা মোনাজাত | হযরত মাওলানা জুবায়ের আহম্মদ আনছারী | Bangla New Waz
Автор: Betar Bitan Islami Media
Загружено: 2021-07-08
Просмотров: 228305
Описание:
প্রথম হাদীস থেকে জানা যাচ্ছে, হাত তুলে মোনাজাত করলে তা কবূলের সম্ভাবনা বেশি। দ্বিতীয় হাদীস থেকে জানা যাচ্ছে যে, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাযের পর হাত তুলে মোনাজাত করতেন। তৃতীয় হাদীস থেকে জানা যাচ্ছে যে, কিছু মানুষ যখন আল্লাহর দরবারে মোনাজাত করেন তখন তা কবূল হওয়ার অধিক সম্ভাবনা থাকে।
দোয়া-মোনাজাত করা আল্লাহর কাছে পছন্দনীয় আমল। আল্লাহ চান বান্দা যেন দোয়া-মোনাজাতের মাধ্যমে বেশি বেশি তার কাছে প্রার্থনা করে। হজরত আব্দুল্লাহ (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, তোমরা আল্লাহর কাছে অনুগ্রহ প্রার্থনা কর। কেননা আল্লাহ তায়ালা এটা পছন্দ করেন যে, তার কাছে দোয়া ও প্রার্থনা করা হোক।
আল্লাহ তায়ালা নবীজিকে বলেছেন, যখন আমার বান্দারা আপনার কাছে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, তখন আপনি বলে দিন, আমি নিকটেই আছি; আমি দোয়া কবুল করি, যখন সে আমার কাছে দোয়া করে।
বান্দা আল্লাহর কাছে যত বেশি দোয়া করবে, আল্লাহ তায়ালা তাকে তত বেশি ভালোবাসবেন এবং প্রার্থিত জিনিস দান করবেন। হজরত সালমান ফারসি (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, নিশ্চয় আল্লাহ তায়ালার সত্ত্বার ভেতর অনেক বেশি লজ্জাশীলতার গুণ রয়েছে। তিনি না চাইতে অনেক বেশি দানকারী। যখন মানুষ চাওয়ার জন্য আল্লাহ তায়ালার সামনে হাত ওঠায়, তখন সেই হাতগুলো খালি ও ব্যর্থ হিসেবে ফিরিয়ে দিতে তার লজ্জা হয়।
দোয়া-মোনাজাত একা একা করা যায়, আবার কয়েকজন একত্রে সমবেত হয়ে কোনো একজনের নেতৃত্বে সম্মিলিত মোনাজাতও করা যায়। হজরত হাবিব ইবনে মাসলামা ফিহরি (রা.) থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, আমি নবীজিকে (সা.) বলতে শুনেছি, নবীজি (সা.) বলেন, যেকোনো জামাত এক জায়গায় সমবেত হয়ে তাদের মধ্যে একজন দোয়া করে আর অন্যরা আমিন আমিন বলতে থাকে, তবে আল্লাহ তায়ালা তাদের দোয়া অবশ্যই কবুল করেন।
আল্লাহ দিতে ভালোবাসেন। আরও ভালোবাসেন বান্দা যেন তার দরবারে দুই হাত তুলে চায়। বান্দার চাওয়া দেখে আল্লাহ খুশি হন। আল্লাহর দরবারে বারবার চাওয়া। দুনিয়া ও আখেরাতের কল্যাণকর যা ইচ্ছা খুব বেশি বেশি চাওয়া, কাকুতি-মিনতি করা। তবে দোয়ার ফলাফল প্রাপ্তিতে তাড়াহুড়া করা যাবে না। কেননা নবী (সা.) বলেছেন, ‘বান্দার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল করা হয় যতক্ষণ পর্যন্ত না বান্দা কোনো পাপ নিয়ে কিংবা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা নিয়ে দোয়া করে। বান্দার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল করা হয় যতক্ষণ পর্যন্ত না বান্দা ফলাফল প্রাপ্তিতে তাড়াহুড়া না করে। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসুলুল্লাহ! তাড়াহুড়া বলতে কী বুঝাচ্ছেন? তিনি বললেন, সে বলে যে, আমি দোয়া করেছি, আমি দোয়া করেছি; কিন্তু আমার দোয়া কবুল হতে দেখিনি। তখন সে ব্যক্তি উদ্যম হারিয়ে ফেলে এবং দোয়া ছেড়ে দেয়।
Subscribe Our Channel:
/ @betarbitanislamimedia
In this channel you will find Islamic Videos, Waz Mahfil, Islamic Music, Islamic Discussion Tafsirul Quran Mahfil. Subscribe our channel to get regular videos. If you like the video, please subscribe to our channel to listen to the Bangla Waz Mahfil and Tafsirul Quran of all Haqqani Ulamas of Bangladesh. Help spread Islam by subscribing to the channel.
এই চ্যানেলে আপনারা ইসলামিক ভিডিও, ওয়াজ মাহফিল, ইসলামিক সংগীত, ইসলামিক আলোচনা তাফসিরুল কোরআন মাহফিল পাবেন। নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেল কে সাবক্রাইব করুন। ভিডিও ভাল লাগলে ও বাংলাদেশের সকল হক্কানি ওলামায়ে কেরামদের বাংলা ওয়াজ মাহফিল ও তাফসিরুল কোরআন শুনতে আমাদের চ্যানেল কে সাবস্ক্রাইব করুন। চ্যানেলটি স্বাবস্ক্রাইব করে ইসলাম প্রচারে সহয়োগিতা করুন।
#betarbitanislamimedia,
#banglawaz,
#banglaislamicwaz,
#wazmahfilbangla,
#banglaislamicwazmahfil,
Like, Comment, Share & Subscribe.
Thank You.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: