SILIGURI COOCHBEHAR BHUSHAN SINGH/ মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের বাধাতেই স্তব্ধ কোচবিহারের উন্নয়ন
Автор: News-O-Fact
Загружено: 2019-08-07
Просмотров: 611
Описание:
মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের বাধাতেই স্তব্ধ কোচবিহারের উন্নয়ন। বিস্ফোরক অভিযোগ পুরপ্রধান ভূষণ সিং এর।
শিলিগুড়ি, ৮ আগস্টঃ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের বাধাতেই স্তব্ধ হয়ে পড়েছে রাজার শহর কোচবিহারের উন্নয়ন। এই শহরের পুর-প্রধান ভূষণ সিং এর বিস্ফোরক অভিযোগে আপাতত কোচবিহারের রাজনীতি নতুন করে উত্তাল হতে শুরু করেছে। যে মন্ত্রীর নির্দেশ ছাড়া কোচবিহারে একটা গাছের পাতাও নড়ত না সেই মন্ত্রীর বিরুদ্ধে এমন অভিযোগ ঘিরে নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত পাচ্ছেন অনেকেই।
তৃণমূল পরিচালিত কোচবিহার পুর বোর্ডের চেয়ারম্যান ভূষন সিং শিলিগুড়িতে এসে উন্নয়নে অসহযোগিতার অভিযোগ আনলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের বিরুদ্ধে। মন্ত্রীর বিরুদ্ধে নালিশ জানাতে বুধবার রাতে শিলিগুড়ি এসেছিলেন ভূষণ সিং। এদিন তিনি অভিযোগ করেন, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের বাধাতেই কোন উন্নয়নমূলক কাজ হচ্ছেনা রাজার শহর কোচবিহারে। ব্যহত হচ্ছে নাগরিক পরিষেবা। শহরে বৈদ্যুতিক চুল্লি, রাস্তার বিদ্যুতায়ন সহ উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের বহু কাজের টেন্ডার হয়ে যাওয়া সত্বেও বিভাগীয় মন্ত্রী নানান অজুহাতে কাজ আটকে রেখেছেন।এর ফল ভুগতে হচ্ছে সাধারন মানুষকে। উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের টেন্ডার হয়ে যাওয়ার কারনে সেই সব কাজ পুরসভা করতেও পারছে না। আসলে মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ভাবছেন উন্নয়নের কাজ গুলি হয়ে গেলে তার সমস্ত কৃতিত্বের ভাগিদার হবে পুর চেয়ারম্যান।
ভূষণ সিং আর বলেন, কোচবিহারের উন্নয়ন নিয়ে বিবাদ নেই রাজ্যের সাথে। শহরের উন্নয়নের কাজ স্তব্ধ করে রেখেছেন উন্নয়ন মন্ত্রী। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও তোয়াক্কা করেন না। দলের কাওকে বিশ্বাস করেন না, এমনকি কাওকে সঙ্গে নিয়েও চলতে পারেন না। এভাবে তিনি দিনদিন দলের সর্বনাশ ডেকে আনছেন।
বিষয়টি নিয়ে মন্ত্রীর নামে নালিশ জানাতে বুধবার শিলিগুড়ির পুর্ত দফতরের বাংলোতে রাজ্যের পূর্তমন্ত্রী অরূপ বিশ্বাসের সাথে দেখা করেছেন কোচবিহারের পুর প্রধান ভূষন সিং। ইতিমধ্যেই তিনি বিষয়টি লিখিত আকারে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: