৮ম শ্রেণি অনলাইন একাডেমিক প্রোগ্রাম ২০২১ কার্যক্রমে ভর্তি চলছে...(নতুন ব্যাচ) | Udvash | উদ্ভাস
Автор: উদ্ভাস-উন্মেষ শিক্ষা পরিবার
Загружено: 2021-05-27
Просмотров: 1068
Описание:
৮ম শ্রেণি অনলাইন একাডেমিক প্রোগ্রাম ২০২১ কার্যক্রমে ভর্তি চলছে...(নতুন ব্যাচ) | Udvash | উদ্ভাস
প্রিয় ৮ম শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা,
করোনা মহামারির কারণে পুরো পৃথিবী প্রায় স্থবির হয়ে আছে। তাই সময়ের প্রয়োজনে লেখাপড়া হয়ে গেছে অনলাইন ভিত্তিক। তবুও সময় ঠিকই অতিক্রম হচ্ছে, চলে যাচ্ছে তোমাদের শিক্ষাবর্ষগুলোও। তাই শত বাঁধা পেরিয়েও তোমাদের থাকতে হবে উজ্জীবিত। সময়ের সাথে লেখাপড়ায়ও নিজেকে এগিয়ে নিতে হবে। পিছিয়ে পরার কোনো সুযোগ নেই। কারণ এই বছর তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যা অতিক্রম করলেই তোমরা পদার্পণ করবে শিক্ষা জীবনের নতুন এক অধ্যায়ে।
তাই এখনই তোমাদের প্রস্তুতিতে শান দিয়ে নিজেকে অনবদ্য করে গড়ে তোলার উৎকৃষ্ট সময়। কারণ অনাগত পথ আরও বন্ধুর হয়ে ধরা দেবে তোমাদের কাছে। তাই বোর্ড পরীক্ষার পরিপূর্ণ প্রস্তুতির পাশাপাশি তোমাদের চিন্তা শক্তিকে আরও জাগ্রত করতে তোমাদের সহযোগি বন্ধু ‘উদ্ভাস’ আয়োজন করেছে "৮ম শ্রেণি অনলাইন একাডেমিক প্রোগ্রাম ২০২১" কার্যক্রম। ইনশাআল্লাহ্, আমরা প্রত্যাশা করি এই কোর্স তোমাদের করোনাকালীন ঘর বন্দি সময়েও চিন্তামুক্ত সুষম প্রস্তুতি নিশ্চিত করবে। তোমাদের আত্মবিশ্বাসে যোগ করবে নতুন মাত্রা।
এই প্রোগ্রামে পড়ানো হবে গণিত ও বিজ্ঞান বিষয়ের এর সম্পূর্ণ সিলেবাস। শিক্ষার্থীদের সুবিধার্থে যেখানে রাখা হয়েছে-
👉 বুয়েট ও মেডিকেল মেধাবীদের দ্বারা সকল ক্লাস
👉 দেশের যেকোন প্রান্ত থেকে অংশগ্রহণের সুযোগ
👉 Zoom App এর মাধ্যমে লাইভ ক্লাস
👉 প্রতিটি ক্লাসের মাল্টি-কালার PDF ক্লাসনোট
👉 প্রতিটি ক্লাসের ভিডিও রিপ্লে
👉 CQ & MCQ উভয় পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ
👉 প্রতিটি প্রশ্নের এনালাইসিস রিপোর্ট
👉 Auto SMS-এ প্রতিটি রেজাল্ট সহ অনন্য সব সেবা
তাহলে আর দেরি কেন? মুখস্থ বিবর্জিত মেধাবী প্রজন্ম তৈরির এ স্বপ্নে এবং পরিপূর্ণ সুষম প্রস্তুতি নিশ্চিত করতে আমন্ত্রণ রইলো উদ্ভাস এর আঙ্গিনায়। শুভকামনা তোমার জন্য…
*Follow us on*
Website :
►►►http://udvash.com
►►►https://unmeshbd.com
**উদ্ভাস Facebook Page: ► / udvash
**উন্মেষ Facebook Page: ► / unmeshpage
Instagram
► / udvash_unmesh
Linkedin
► / udvashunmesh
Thanks For Watching.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: