Haldia to siliguri bus service | Haldia to siliguri bus | Siliguri to haldia bus service | Siliguri
Автор: malay travel vlog
Загружено: 2023-11-28
Просмотров: 1244
Описание:
Haldia to siliguri bus service | Haldia to siliguri bus | Siliguri to haldia bus service | Siliguri
শীতের মরশুম পড়তেই পর্যটকদের মন উড়ু উড়ু। অনেকে ঘুরতে যেতে চাইছেন পাহাড়ে-অনেকে সমুদ্রের রূপে মন দিতে প্রস্তুত। কিন্তু, ভ্রমণ পিপাসুদের জন্য এবার বড় খবর। হলদিয়া থেকে শিলিগুড়ি পর্যন্ত চালু হল এসি বাস। এই বাসের জন্য অনলাইনেই করা যাবে বুকিং। বাসটি কোন সময় ছাড়বে, ভাড়াই বা কত? কী কী সুবিধা থাকবে? জেনে নিন বিস্তারিত আপডট
হলদিয়া থেকে শিলিগুড়িতে বাস চলাচল শুরু হওয়ার ফলে পর্যটকদের পৌষমাস।
প্রতিটি বাসে মোট 60টি করে সিট রয়েছে।
24টি স্লিপার এবং সেমিস্লিপার (চেয়ার) 36টি।
সামনেই বড়দিন-নিউ ইয়ার ইভ। এখন থেকেই পার্টি করার জন্য প্রস্তুতি নিচ্ছেন অনেকেই। কিন্তু,সমুদ্র থেকে এক লাফে কি পাহাড়ে পৌঁছনো সম্ভব! দিঘা টু পাহাড়- একলপ্তে এই ট্যুর অসম্ভব মনে হলেও এখন অনেকটাই সেই পথ সহজ হতে চলেছে! হলদিয়া থেকে শিলিগুড়ি পর্যন্ত বাস পরিষেবা চালু হয়েছে সোমবার।
কোন সময়ে চলবে এই বাস?
হলদিয়া থেকে শিলিগুড়িতে বাস চলাচল শুরু হওয়ার ফলে পর্যটকদের পৌষমাস। সমুদ্র থেকেই পাহাড় সফর সারা সম্ভব হবে। শিল্পনগরী হলদিয়ার দুর্গাচক থেকে দুপুর ২ টার সময় হলদিয়া থেকে শিলিগুড়ি ভায়া কলকাতা একটি এসি বাসটি চলবে। অন্যদিকে, শিলিগুড়ি- হলদিয়া ভায়া কলকাতা আরও একটি বাসের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে বলে জানিয়েছে বাস মালিক কর্তৃপক্ষ। প্রতিটি বাসে মোট ৬০টি করে সিট রয়েছে। ২৪টি স্লিপার এবং সেমিস্লিপার (চেয়ার) ৩৬টি।
ভাড়া কত?
হলদিয়া থেকে শিলিগুড়ি যাওয়ার জন্য কত বাস ভাড়া দিতে হবে? এই এসি বাস সফরের জন্য সেমি স্লিপারে ভাড়া ১৬০০ এবং স্লিপারে ভাড়া ২০০০ টাকা। হলদিয়ার দুর্গাচক থেকে ঠিক ২টোর সময় বাসটি ছাড়বে। দুর্গাচক হয়ে বাসটি হলদিয়ার টাউনশিপ যাবে। এরপর তা জাতীয় সড়ক ধরে ধর্মতলায় পৌঁছবে। হলদিয়া থেকে ধর্মতলা বাস ভাড়া ৩ ০০ টাকা (সেমি স্লিপার)এবং ৪০০ টাকা (স্লিপার)।
কোন কোন জায়গায় স্টপেজ দেবে বাসটি?
এই বাসটি ধর্মতলার পর এয়ারপোর্ট, বারাসত, জাংগুড়ি, চাকদা, রানাঘাট ,কৃষ্ণনগর, ফারাক্কা ,মালদা, রায়গঞ্জ, ডালখোলা, কৃষাণগঞ্জ ,ইসলামপুর হয়ে শিলিগুড়িতে যাবে। বাস দুটির নাম দেওয়া হয়েছে প্রতীক। প্রতীক বাস পরিষেবার কর্ণধার উৎপল জানা জানান, শিলিগুড়ির সঙ্গে শিল্প শহরের মেলবন্ধন ঘটনার জন্য এই অত্যাধুনিক বাস পরিষেবা আমরা চালু করেছি।
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: