Sundarban || এক ভয়ংকর জংলী আনন্দ !
Автор: Break Rules - Nasif
Загружено: 2026-01-19
Просмотров: 897
Описание:
সুন্দরবন, বাংলাদেশে আমার ঘুরে দেখা অন্যতম রোমাঞ্চকর ট্রাভেল ডেস্টিনেশন। এই ট্যুরটি আমার জীবনের অন্যতম এক্সাইটিং অভিজ্ঞতা। জঙ্গল, নদী আর অজানা এক শিহরণ—সব মিলিয়ে সুন্দরবন আমাকে শিখিয়েছে প্রকৃতির সামনে মানুষ কতটা ক্ষুদ্র।
এই যাত্রার শুরু সিলেট থেকে। প্রায় ৪৫০ কিলোমিটার দূরের সুন্দরবনের পথে প্রথমে ট্রেনে করে ঢাকায়, জয়নিতকা এক্সপ্রেসে। এরপর সোহাগ পরিবহনের বাসে খুলনার উদ্দেশ্যে রওনা। বহুবার এই রুটে যাত্রা করেছি, তবু এবারের উত্তেজনা ছিল আলাদা। ভোর চারটায় খুলনায় নেমে শীতের কাঁপুনি নিয়ে পৌঁছে যাই রূপসা ঘাটে।
আমাদের রিজার্ভ করা ছোট শিপটি মাঝনদীতে নোঙর করা ছিল। ছোট ইঞ্জিন নৌকায় উঠে মূল শিপে যেতেই শুরু হয়ে গেল অ্যাডভেঞ্চার। শহর জাগার আগেই শিপ ছেড়ে দিল সুন্দরবনের দিকে। সামনে তিন দিন শুধুই জল, জঙ্গল আর নীরবতা।
ভোরের বাতাসে রূপসা নদী ধরে এগোতে দারুণ লাগছিল। মংলা রেল সেতু, মংলা বন্দর, রামপাল বিদ্যুৎকেন্দ্র পেরিয়ে ধীরে ধীরে লোকালয় হারিয়ে গেল। আমরা ঢুকে পড়লাম সেই এলাকায়, যেখানে মানুষের চেয়ে বাঘ আর হরিণ বেশি ঘরে থাকে।
শিপে খাবার, আড্ডা, গল্প—সবকিছু চলছিল। কিন্তু মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, বাঘ কি দেখা দেবে? ফরেস্ট ডিপার্টমেন্টের তুষার ভাই আমাদের সাথে যোগ দিলেন। তিনি জীবনে ১৫–২০ বার বাঘ দেখেছেন। তার গল্প শুনে রোমাঞ্চ আরও বেড়ে গেল।
পৃথিবীতে বাঘ আছে মাত্র ১৩টি দেশে। সব মিলিয়ে প্রায় সাড়ে চার হাজার। বাংলাদেশে আছে মাত্র ১০০–২০০টি রয়েল বেঙ্গল টাইগার—সবচেয়ে সুন্দর, আবার সবচেয়ে হিংস্র। বাঘ এমনভাবে জঙ্গলের সাথে মিশে থাকে যে ৩০–৫০ মিটার দূর থেকেও মানুষ টের পায় না।
বাঘকে বলা হয় “Ghost of the Forest”। কারণ সে নীরবে ঘণ্টার পর ঘণ্টা মানুষকে পর্যবেক্ষণ করতে পারে। বেশিরভাগ সময় বাঘ দেখে, কিন্তু আক্রমণ করে না। সুন্দরবনে বাঘ মানুষের কাছ থেকে নিজেকে লুকিয়ে রাখতেই বেশি পটু।
আমাদের প্রথম বিরতি আন্ধারমানিকি। ফুট ট্রেইল, ওয়াচ টাওয়ার, হরিণ আর সাপের উপস্থিতি—সব মিলিয়ে জায়গাটা থমকে যাওয়ার মতো। এরপর একটানা যাত্রা বঙ্গোপসাগরের দিকে। রাতে মাঝনদীতে নোঙর।
পরদিন ভোরে কটকা। অসংখ্য হরিণ, বানর আর শুকরের আনাগোনা। সিডরের ক্ষতচিহ্ন এখনো স্পষ্ট। কটকা থেকে সূর্যোদয় দেখে গেলাম জামতলা। এখানেই প্রথম বাঘের পায়ের ছাপ। তারপর ডিমের চর—সবচেয়ে রোমাঞ্চকর জায়গা। তাজা বাঘের ছাপ, সাথে দুইটি বাচ্চার। মা বাঘ কাছেই আছে ভাবতেই শিহরণ।
বাঘ দেখা না পেলেও ডিমের চরের সৈকত মন ভরিয়ে দিল। ঘন জঙ্গল, রঙিন পাতা আর সাগরের গর্জন—এ যেন বাংলাদেশের লুকানো স্বর্গ। তবে এখানে গোসল নিষেধ, চোরাবালির ভয় রয়েছে।
দুই দিন জঙ্গল আর পানির মাঝে কাটিয়ে ফোনের নেটওয়ার্কহীন জীবনটা অসম্ভব ভালো লাগছিল। নিজেকে এই বনেরই অংশ মনে হচ্ছিল। ফিরে যেতে ইচ্ছে করছিল না।
শেষ দিনে করমজল। বানরের উপদ্রব, কুমির দর্শন, ফুট ট্রেইল—সব মিলিয়ে সুন্দরবনের আরেক রূপ। নদী, জঙ্গল আর নৌকার সাথে ধীরে ধীরে শেষ হলো আমাদের তিন দিনের গল্প।
লোকালয়ে ফিরতে ফিরতে মনে হচ্ছিল, পেছনে ফেলে আসা জঙ্গল যেন খুব আপন কেউ। আবার ডাক দেবে। আমি জানি, একদিন আবার ফিরতে হবেই সুন্দরবনে।
The Sundarbans is one of the most thrilling travel destinations I have ever experienced. This journey was not just a tour, it was an emotional adventure through rivers, forests, and silence. Spending three days on water, disconnected from mobile networks, made me feel closer to nature than ever before. The excitement of searching for the Royal Bengal Tiger, walking through dense mangroves, watching deer, and listening to jungle sounds created unforgettable memories. Even without seeing the tiger, the presence of the forest was deeply powerful. The Sundarbans doesn’t just impress you, it slowly pulls you into its mysterious charm.
🎥 Content Creator: Chowdhury Omar Nasif
📘 Facebook: fb.com/nasif.chowdhury.129
📱 Whatsapp: +8801717131799
📧 Email: [email protected]
🌐 Blog: breakrulesblog.com
📸 Instagram: @breakrules.bd
#Sundarbans #BeautifulBangladesh #RoyalBengalTiger #MangroveForest #WildBangladesh #TravelStory #NatureLovers #AdventureTravel #JungleVibes #GhostOfTheForest #BangladeshTourism #TravelDiary #WildlifePhotography #EcoTravel #RiverLife #OffGridTravel #ExploreBangladesh #ForestAdventure #TravelBangla #TourStory
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: