নীলাদ্রি লেক - Niladri Lake | বাংলাদেশের কাশ্মীর | টেকেরঘাট, সুনামগঞ্জ | ভ্রমণ গাইড
Автор: Vromon Guide
Загружено: 2018-03-12
Просмотров: 50589
Описание:
নীলাদ্রি লেক (Niladri Lake) নামে অধিক পরিচিত পাওয়া এই লেকের আসল নাম শহীদ সিরাজ লেক (Shahid Siraj Lake) । এই লেক টেকেরঘাট পাথর কোয়ারি ও লাইনস্টোন লেক (Limestone Lake) নামেও পরিচিত।
নীলাদ্রী লেক খ্যাত পর্যটন স্থানটি মূলত চুনাপাথরের পরিত্যাক্ত খনির লাইম স্টোন লেক। সুনামগঞ্জ (Sunamganj) জেলার তাহিরপুর (Tahirpur) উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের টেকেরঘাট (Tekerghat) নামক গ্রামে নীলাদ্রি লেকের অবস্থান। লেকের চমৎকার নীল পানি, ছোট বড় টিলা আর পাহাড়ের সমন্বয় এই লেককে করেছে অপার্থিব সৌন্দর্য্যের অধিকারী।
নীলাদ্রি লেক যাবার উপায়ঃ
রুট প্ল্যান – ১
প্রতিদিন ঢাকার সায়েদাবাদ বাসস্ট্যান্ড থেকে মামুন ও শ্যামলী পরিবহণের বাস সরাসরি সুনামগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং মহাখালী থেকে ছেড়ে যায় এনা পরিবহণের বাস। সুনামগঞ্জ শহরের নতুন ব্রীজ এলাকায় টেকেরঘাট যাবার জন্য মোটর সাইকেল ভাড়া পাবেন। রিজার্ভ নিলে মোটরসাইকেল ভাড়া পড়বে ৩০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত।
রুট প্ল্যান – ২
ঢাকা থেকে হাওর এক্সপ্রেস নামক একটি আন্তঃনগর ট্রেন রাত ১১ টায় নেত্রকোনার মোহনগঞ্জের অভিমুখে যাত্রা করে সকালবেলা মোহনগঞ্জ পৌছায়। এই ট্রেনে ২০০ টাকা ভাড়ায় যাওয়া যায়। মোহনগঞ্জ থেকে মধ্যনগর যেতে ১ ঘন্টা সময় লাগে। মধ্যনগর (পিপরা কান্দা ঘাট) থেকে বর্ষাকালে ট্রলার, স্পিডবোট বা নৌকা দিয়ে টেকেরঘাট যাওয়া যায়। আবার নেত্রকোনা থেকেও সরাসরি নৌকা বা ট্রলার ভাড়া করে টেকেরঘাট যাওয়া যায়। তবে শীতকালে নেত্রকোনা থেকে টেকেরঘাট যেতে মোটরসাইকেল ব্যবহৃত হয়।
আরও বিস্তারিত ও হালনাগাদ তথ্য পেতে পড়ুনঃ
https://vromonguide.com/place/niladri...
যদি আমাদের এই প্রচেষ্টা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আরও নতুন নতুন জায়গার তথ্যমূলক ভিডিও বানাতে উৎসাহিত করুন।
✿ ইউটিউব সাবস্ক্রাইব লিংকঃ https://www.youtube.com/c/VromonGuide...
✿ ফেসবুক পেইজঃ / vromonguidebd
✿ ওয়েবসাইটঃ https://VromonGuide.com
আপনারাই আমাদের অনুপ্রেরণা। কেমন লেগেছে জানান আমাদের। জানাতে পারেন যদি আপনার কোন সাজেশন থাকে আমাদের চ্যানেল নিয়ে। অথবা যদি এই ভ্রমণ স্থান সম্পর্কে কোন জিজ্ঞাসা থাকে তাহলে প্রশ্ন করুন নিচের মন্তব্যের ঘরে। ধন্যবাদ :)
Music DRIVE by Nicolai Heidlas Music / nicolai-heidlas
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: