লিচুর মুকুল কম, বিপাকে ঈশ্বরদীর মৌ চাষীরা । Bijoy TV
Автор: BIJOY TV
Загружено: 2025-03-31
Просмотров: 268
Описание:
#ঈশ্বরদী
ফাল্গুন আসলেই প্রতিবছর থোকায় থোকায় হলুদ রঙের মুকুলে ছেয়ে যায় লিচু বাগান। লিচুর মুকুলের মৌ মৌ গন্ধ ছড়িয়ে পড়ে ঈশ্বরদীর উপজেলার গ্রামগুলোতে। কিন্তু এবারের চিত্রটি ভিন্ন। মুকুলের বদলে এবার গজিয়েছে কচিপাতা। আর এতে করে লিচু চাষীরা তো বটেই, লোকসানের মুখে পড়েছেন মৌচাষিরাও।
সাধারণত মাঘের শেষ সপ্তাহ থেকে ফাল্গুনের মাঝামাঝি লিচু গাছে মুকুল আসে। তবে এ বছর লিচু গ্রাম বলে পরিচিত ঈশ্বরদীর মানিকনগর, মিরকামারী, চরমিরকামারী, কদিমপাড়া ও আওতাপাড়া গ্রামের লিচু বাগানগুলোর চিত্র ভিন্ন।
চলতি বছর অধিকাংশ গাছেই মুকুলের বদলে বের হয়েছে নতুন পাতা। চাষিদের কপালে তাই চিন্তার ভাঁজ। তারা বলছেন, নতুন পাতা বের হওয়ায় গাছে মুকুল আসার সম্ভাবনা কম। ফলে গতবারের তুলনায় এবছর লিচুর ফলন কম হবে বলে আশঙ্কা করছেন তারা।
এ বছর লিচু বাগানে মুকুল না থাকায় মৌমাছিরা পর্যাপ্ত মুধ সংগ্রহ করতে পারছেন না। এমন অবস্থায় বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন জায়গা থেকে মধু সংগ্রহে আসা মৌচাষিরাও।
প্রাকৃতিক নিয়মে প্রতি বছর লিচু গাছে নির্দিষ্ট সংখ্যক গাছে মুকুল আসে জানিয়ে এবছর তুলনামূলকভাবে কম গাছে মুকুল আসার জন্য জেনেটিকাল কারণকেই দায়ী করেছেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা।
চলতি বছর ঈশ্বরদীতে প্রায় তিন হাজার দুই শ’হেক্টর জমিতে লিচু চাষ হয়েছে। তবে মুকুল না হওয়ায় বিপাকে পড়েছেন লিচু ও মৌচাষীরা।
copyright © A BIJOY TV Production-2025
সঙ্গে থাকুন বিজয় টিভির
Website: http://bijoy.tv/
Facebook: / bijoytvlimited
Youtube: / bijoytvofficial
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: