ভাইফোঁটার কবিতা //সুখের ঘরে //কলমে শ্রাবণী ব্যানার্জ্জী //বর্ধমান
Автор: Shrabani Banerjee(NARAYAN)
Загружено: 2025-11-11
Просмотров: 174
Описание: ভাইফোঁটা এমন একটি উৎসব যে উৎসবের দিনে ভাই আর বোনের একটা মিলন ঘটে।সেই ভাইফোঁটা দিনে যদি কোন ভাই বা বোন কাছাকাছি না আসতে পারে বিশেষ কোনো কারণে কিংবা নিজেদের মধ্যে কোন রকম বোঝাপড়ার অমিল হয় তখন না আসতে পারে কাছাকাছি তখন মনের মধ্যে যে কষ্ট অনুভূত হয় আমি সেই কষ্টটা এই কবিতার মাধ্যমে তুলে ধরেছি। আশা করি সকলের ভাল লাগবে।অনেক ভাই বোনকে ভালোবেসে পাশে রাখে বোনের খারাপ সময়ে পাশে থাকে।ভালো-মন্দ বিচার না করে। সব ভাই একরকম হয় না কেউ কেউ বোনের জন্য পাগল হয়ে যায় আবার কেউ কেউ নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য নিজের বোনকেও পরিত্যাগ করে দিতে কুন্ঠাবোধ করেনা। যেমন মহাভারতের শকুনি আবার শ্রীকৃষ্ণের মামা কংস।এভাবে প্রতিটি ক্ষেত্রে আমরা দেখি ভাই সব সময় স্বার্থ নিয়েই চলে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: