অপরাজিতা ফুল গাছের যত্ন ও সম্পূর্ণ পরিচর্যা। নিয়মিত খাবার সহ
Автор: HOQUE GREEN WORLD.
Загружено: 2022-06-03
Просмотров: 79
Описание:
এই ভিডিও তে আমি দেখিয়েছি ছাদবাগানে কিভাবে টবে অপরাজিতা ফুল গাছের সম্পূর্ণ পরিচর্যা ও চারা তৈরি করা হয়।
যে কোনো অপরাজিতা গাছ থেকে পরিপক্ক বীজ থেকে চারা তৈরি করে দেবেন।
চারা একটু বড়ো হলে গ্রোয়িং ব্যাগে বেশ কিছু দিন অর্থাৎ ১/২ বছর রাখার পর কডেক্স মোটা হলে টবে প্রতিস্থাপন করবেন।
প্রথমে একটা রিং তৈরি করে সরু শাখা গুলি বেধে দেবেন।
মাঝে মাঝে অপ্রয়োজনীয় শাখা কেটে দেবেন।
এই গাছে বেলে দোয়াস মাটি সংগে কম্পোস্ট, বালি,কোকোপিট,হাড়্গুড়ো ও নিমখোল দিয়ে মিডিয়া করবেন।
গাছে ফুল আসলে নাইট্রোজেন ছাড়া কেবল ফসফেট ও পটাশ দেবেন অথবা জৈব সার যেমন সর্ষে খোল, কলা ও পেয়াজ খোসা ভেজানো জল দেবেন।
রোগ পোকা হলে অবশ্যই নিমতেল ব্যবহার করবেন।
গাছ রোদ যুক্ত জায়গায় রাখবেন। সবুজ সীডপট কেটে দেবেন।
অন্য কিছু জানতে হলে অবশ্যই কমেন্ট করবেন।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: