অধ্যাপক জসিমের হাতেই দাঁড়িপাল্লা চান ফুলবাড়ীয়ার মানুষ/Josim Uddin Jamaat Fulbaria Mymensing-6
Автор: Channel 58
Загружено: 2025-10-30
Просмотров: 288
Описание:
আসসালামু আলাইকুম, দর্শক চ্যানেল৫৮-তে স্বাগতম। বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সারাদেশে প্রাথমিকভাবে প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে অনেক আগেই। তবে আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচনের আগে চূড়ান্ত তালিকায় কোনো কোনো আসনে পরিবর্তন আসতে পারে বলে মনে করা হচ্ছে। দলের প্রাথমিক মনোনয়নে মনোনীত হননি ময়মনসিংহ-৬ আসনের (ফুলবাড়ীয়া) দীর্ঘদিনের অভিজ্ঞ রাজনীতিক জামায়াত নেতা অধ্যাপক মো. জসিম উদ্দিন। অথচ তিনি আগে একাধিক নির্বাচনে অংশ নিয়েছেন। আসনটিতে তার পরিবর্তে ময়মনসিংহ জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মুহা. কামরুল হাসান মিলনকে মনোনীত করা হয়েছে। কিন্তু অত্র এলাকার বাসিন্দারা বলছেন, অধ্যাপক জসিম উদ্দিন অপেক্ষাকৃত বেশি পরিচিত এবং যোগ্য প্রার্থী। তারা আরও বলছেন, কামরুল হাসান এলাকায় থাকেন না, তারা তাকে চেনেন না। তারা ছোটবেলা থেকে ফুলবাড়ীয়া জামায়াত মানে অধ্যাপক জসিম উদ্দিনের নাম শুনে আসছেন। তাই দলের পক্ষ থেকে তাকে মনোনীত করার জন্য জসিম উদ্দিনের পক্ষে আন্দোলনও করছেন তার সমর্থকরা। যদিও অভিজ্ঞ এ জামায়াত নেতা তার সমর্থকদের দলের সিদ্ধান্ত মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন। এমনকি সংবাদ সম্মেলন করে তিনি তাদের আন্দোলন থেকে নিবৃত থাকার আহ্বান জানিয়েছেন। স্থানীয়রা জানান, বিগত দিনগুলোতে অধ্যাপক জসিম উদ্দিন অনেক জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন। তারপরও এলাকার লোকদের পাশে ছিলেন। কোথাও পালিয়ে যাননি। তিনি দল ও জনগণের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। অথচ জামায়াত যাকে মনোনয়ন দিয়েছে তাকে ফুলবাড়িয়াবাসী চেনেই না। তাই ফুলবাড়িয়ায় জসিম স্যারের বিকল্প কেউ নেই।
নির্বাচনকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে যেসব গণসংযোগ ও সমাবেশ হয়েছে, তাতে প্রতিদিনই অধ্যাপক জসিমের পক্ষে জনসমর্থন বাড়ছে। এক প্রকার তার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।
#Banglaesh_Jamaat_Islami, #Professor_Jasim_Uddin, #Mymensing-6, #Phulbaria, #constitution, #Channel58, #Jamaat_leader, #Jasim_Uddin, #Fulbaria, #election_2026, #Kamrul_Hasan, #mass_people, #election_campaign, #চ্যানেল৫৮, #বাংলাদেশ_জামায়াতে_ইসলামী, #অধ্যাপক_জসিম_উদ্দিন, #গণসংযোগ, #নির্বাচনী_প্রচার, #মিছিল_মিটিং, #সমাবেশ, #গণজোয়ার, #ময়মনসিংহ-৬, #নির্বাচনী_এলাকা, #জামায়াত_নেতা, #জসিম_উদ্দিন, #ফুলবাড়ীয়া, #নির্বাচন_২০২৬, #বাংলাদেশের_রাজনীতি, #কামরুল_হাসান
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: