পাছে লোকে কিছু বলে। কামিনী রায়। Recited by Afia
Автор: কবিতা ও রঙের মেলা
Загружено: 2025-11-11
Просмотров: 34
Описание:
যেন এক দীর্ঘশ্বাস—একজন বাঙালি নারীর হৃদয়ের অন্তর্গত ব্যথা ও প্রতিবাদের প্রতিধ্বনি। লালচে রঙের ঐতিহ্যবাহী শাড়ি তার গায়ে, কিন্তু সেই রঙে নেই উচ্ছ্বাসের উজ্জ্বলতা, বরং আছে এক নীরব দহন। তার মুখ নিচু, চোখে বিষণ্ণতার ছায়া, যেন সমাজের অজস্র মন্তব্যের ভার তার চোখের কোণে জমে আছে। পেছনে ধোঁয়াটে, অস্পষ্ট কিছু মানুষের অবয়ব—তারা কিছু বলে না, তবু তাদের উপস্থিতিই যেন চিৎকার করে বলে, “লোক কী বলবে?”
আলো এসে পড়েছে তার মুখের একপাশে—একটি কোমল, বিষণ্ণ আলোকছায়া, যা একদিকে ক্লান্তি, অন্যদিকে আত্মসম্মান ও দৃঢ়তার প্রতীক। এই নারী শুধু কবিতার চরিত্র নয়; সে প্রতিটি সেই নারী, যে সমাজের কটূক্তির ভয়ে নিজের স্বপ্নগুলোকে গোপন করে রাখে, অথচ অন্তরে বহন করে এক অদম্য জেদ, এক অপ্রকাশিত আলো।
কামিনী রায়ের “পাচ্ছে লোকে কিছু বলে” কবিতার মতোই এই ছবিও কথা বলে—বলে সমাজের তিরস্কারের মাঝেও নিজের সত্যকে বাঁচিয়ে রাখার সংগ্রামের কথা। ছবিটির রঙ, আলো, ও মুখভঙ্গি—সব মিলিয়ে এটি হয়ে ওঠে এক প্রতীকী প্রতিবাদ, এক নীরব গান, যা নারীর আত্মসম্মান, নিঃশব্দ শক্তি ও স্থিতধী বেদনার কথা বলে।
#কামিনীরায় #বাঙলিকবিতা #নারীশক্তি #চিত্রকবিতা #বেদনারচিত্র #আত্মসম্মান #লোককিবলবে #বাংলাসংস্কৃতি
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: