ঊর্ধ্বমুখী নারায়ণগঞ্জের ডিমের বাজার | Egg Price Hike | Narayanganj News
Автор: Sabuj Krishi
Загружено: 2024-07-04
Просмотров: 233
                Описание:
                    #narayanganj_news #narayanganj #foryou #pricehike
নিত্য প্রয়োজনীয় খাদ্য পণ্যের চড়া দামের তালিকায় রয়েছে ডিমও। গেল কয়েক সপ্তাহ ধরে নারায়ণগঞ্জের বাজারগুলোতে অস্বাভাবিক হারে মূল্য বৃদ্ধিতে বিক্রি হচ্ছে স্বল্প মূল্যের আমিষের এ উৎস ডিম। দু'সপ্তাহের তুলনায় প্রতি ডজন ডিমে বেড়েছে ২০ থেকে ২৫ টাকা। ক্রেতাদের ডিম কিনতে হলে বাজেটের বাইরে গিয়ে গুনতে হচ্ছে বাড়তি টাকা । তাই নিয়মিত বাজার তদারকির দাবি ক্রেতাদের।
এদিকে বিক্রেতাদের কাছে বাড়তি দামে ডিম বিক্রির কারণ জানতে চাইলে কেন দাম বাড়লো তার সঠিক তথ্য নেই বিক্রেতার কাছে। 
নারায়ণগঞ্জের কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, গেল কয়েক সপ্তাহ ধরে ডিমের বাজারের অস্থিরতা যেন কাটছেই না। দু'সপ্তাহের ব্যবধানে প্রতি ডজন ডিমে বেড়েছে ২০ থেকে ২৫ টাকা। বাজারগুলোতে মুরগির লাল ডিম প্রতি ডজন বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৬৫ টাকা এবং এক হালি ডিম কিনতে হলে ক্রেতাদের গুনতে হচ্ছে ৫৫ টাকা, যা কিনা গেল দু'সপ্তাহ আগে ডজন প্রতি বিক্রি হয়েছিল ১৪০ থেকে ১৪৫ টাকায়। এখন  মুরগির সাদা ডিম বিক্রি হচ্ছে ডজন প্রতি ১৫০ টাকায়, বিক্রেতারা এ ডিম এক হালি বিক্রি করছে ৫০ টাকায়। এছাড়াও বাজারে প্রতি ডজন হাঁসের ডিম বিক্রি করা হয় ২৪০ টাকায়, হাঁসের ডিম এক হালি কিনতে হলে ক্রেতাদের গুনতে হচ্ছে ৮০ টাকা।
বেশি দামে মাছ মাংস কিনতে না পারলেও অন্তত ডিম দিয়ে বেলা পার করা ভোক্তাদের আক্ষেপ ডিম কিনতে গিয়েও গুনতে হচ্ছে বাড়তি অর্থ। তাই নিত্যপণ্যের বাজারে ক্রেতাদের মিলছেনা স্বস্তি। পণ্য কিনতে হিমশিম খেতে হচ্ছে তাদের। বাজার তদারকির অভাব বলে মনে করছেন তারা।
#latestnewsupdate #banglanews #chickenprice                
                
Повторяем попытку...
 
                Доступные форматы для скачивания:
Скачать видео
- 
                                Информация по загрузке: