Bandarban Tracking Tour Cost | ক্রিসতং রুংরাং সামিট পর্ব | Kistong Rungrang Bangladesh Alikodom
Автор: Dr Akter Traveler
Загружено: 2024-06-15
Просмотров: 221
Описание:
১ম দিন: ঢাকা টু আলিকদম বাস ভাড়া ৫৫০০ ( জনপ্রতি ১১০০ টাকা).
সকালের নাস্তা ৪০০ টাকা।
পাহাড়ে খাওয়ার জন্য বাজার ৩০০০ টাকা+ শুকনো খাবার ১৫০০
টাকা।
চাঁদের গাড়ি আলিকদম টু ১৩ কিলো ২৫০০ টাকা (রিজার্ভ)।
দেখলাম: ১৩ কিলো,ঝিরি,পাহাড়, নাম না জানা ঝর্ণা, শামুক ঝর্ণা।
রাতে ছিলাম মিনিয়াংপাড়ায়।
২য় দিন: মিনিয়াংপাড়ায় রুম ভাড়া ১০০০ টাকা (জনপ্রতি ২০০ টাকা)
দেখলাম: রুংরাং সামিট, ছোট্ট কিসতং সামিট, সাইংপ্রা ঝিরি।
রাতে ছিলাম থংওয়ে পাড়ায়( যে পাড়ায় টয়লেট নেই)
৩য় দিন: থংওয়ে পাড়ার রুম ভাড়া ১০০০ টাকা (জনপ্রতি ২০০ টাকা)
দেখলাম:কিসতং সামিট,সাকলাম পাড়া (সেখান থেকে ৬০০ টাকায় একটি মুরগী কিনে নিলাম),পাহাড় ট্রেকিং, পালংখিয়া ঝর্ণা।
রাতে ছিলাম পালংখিয়ায় জুম ঘরে।
৪র্থ দিন: সারাদিন পালংখিয়ায় + রাতে পালংখিয়ায়।(এখানে একজনকে দিয়ে একটা পাহাড়ি মুরগী আনলাম দাম ১৬০০ টাকা যে আনছে তাকে দিতে হলো ৫০০ টাকা)
৫ম দিন: রুম ভাড়া ৩০০০ টাকা (জনপ্রতি ৩০০ টাকা প্রতিদিনে জন্য করণ আমাদের রুমে আমরা কাউকে থাকতে দেইনি যদি-ও জুম ঘরে ২/৩ টা গ্রুপ এসে ফেরত গেছে এই জন্য একদিনের ভাড়া বেশি দিতে হয়েছে।
গাইড ছিলো রুবেল ভাইয়া প্রতিদিন ১৫০০ টাকা (৫ দিনে ৮০০০ দিছিলাম)
চাঁদের গাড়ি আসার দিনে ২৫০০ টাকা দুসরি বাজার থেকে আলিকদম।
আলিকদম টু ঢাকা ৫৫০০ টাকা।
আর চাল ৫ দিনে ১০০০ টাকার পাড়াতেই পাওয়া যায়।
আর যা বাজার করছিলাম সেই বাজার দিয়েই আমাদের ৫ জন+ গাইড ৬ জনের ৫ দিন চলে গিয়েছিলো।শুধু চাল টা পাড়া থেকে ১০০ টাকা কেজি দরে কিনেছিলাম আর দুইটা মুরগি কিনছিলাম।
মোট খরচ ৩৭৬০০ টাকা আর জনপ্রতি ৭৫২০ টাকা
আরও বিস্তারিত জানতে কমেন্ট করবেন।
#bangladesh #tour #cost #bandarban #bandarban_tour #kistong #rungrang #কিসতং #রুংরাং #dhakatour #viralvideos
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: