Romjaner Oi Rojar Sheshe | রমজানের ঐ রোজার শেষে (BTV) [Original BTV Eid Song]
Автор: Taqi Yaseer Rahman
Загружено: 2016-07-04
Просмотров: 3827734
Описание:
"ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ" মুসলমানদের অন্যতম ধর্মীয় ও আনন্দের উৎসব ঈদ-উল-ফিতর নিয়ে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত কালজয়ী গান। ১৯৩১ সালে কবি নজরুল এই গান রচনা ও সুরারোপ করেন। ১৯৩১ সালে লেখার চারদিন পর শিল্পী আব্বাস উদ্দিনের গলায় গানটি রেকর্ড করা হয়। রেকর্ড করার দুই মাস পরে ঈদের ঠিক আগে আগে এই রেকর্ড প্রকাশ করা হয়। প্রকাশকাল : ফেব্রুয়ারি ১৯৩২ খ্রিস্টাব্দ।
"ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ" গানের কথাঃ
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ,
তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোন আসমানী তাগিদ ।।
তোর সোনা-দানা, বালাখানা সব রাহে লিল্লাহ ।।
দে যাকাত, মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিঁদ ।।
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ ।
আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই সে ঈদগাহে ।।
যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ ।।
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ ।
আজ ভুলে যা তোর দোস্ত-দুশমণ, হাত মেলাও হাতে ।।
তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরিদ ।।
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ ।
(যারা জীবন ভরে রাখছে রোজা, নিত্য উপবাসী
সেই গরিব ইয়াতীম মিসকিনে দে যা কিছু মুফিদ
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ
আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানী তাগিদ।)
ঢাল হৃদয়ের তশতরীতে শিরনি তৌহিদের ।।
তোর দাওয়াত কবুল করবেন হজরত হয় মনে উম্মীদ ।।
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ ।।
(তোরে মারল' ছুঁড়ে জীবন জুড়ে ইট পাথর যারা
সেই পাথর দিয়ে তোলরে গড়ে প্রেমেরই মসজিদ।
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ
আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানী তাগিদ।)
#Eid_song #Romjan_er_oi_Rojar_seshe #Ramadan_song
This video has been produced by Bangladesh Television (BTV).
Sharing this video here only for entertainment purpose.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: