🔴Live: মুখ ঘোরাচ্ছে ঘূর্ণিঝড়, শেষে ভেল্কি দেখাবে অতি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় মোকা, Cyclone Mocha, Weather
Автор: Khabor Bangla
Загружено: 2023-05-09
Просмотров: 117934
Описание:
🔴Live: ঘূর্ণাবর্ত তৈরি হতেই সতর্কতা বাড়লো, কোন উপকূলে আসবে এই নিয়ে সন্দেহ থাকায় ইতিমধ্যে সমস্ত উপকূল কে সতর্ক করা হয়েছে, হাতে সময় কম তাই আগে ভাগেই সতর্ক হচ্ছে প্রশাসন, উপকূলে কোথাও কোথাও মাইকিং চালানো হচ্ছে এমন খবর উঠে আসছে, ঘূর্ণিঝড় মোকা বাংলায় কি আসবে না অন্য কোন উপকূলে আসবে সেটা নিম্নচাপ ক্ষেত্র প্রকাশ হলেই জানাবে আবহাওয়া দপ্তর, MOCHA CYCLONE UPDATE FROM IMD ও আলিপুর আবহাওয়া দপ্তর। Weather update today west bengal
🔴👉 ঘূর্ণিঝড় মোচা হচ্ছেই জানালো IMD ও আলিপুর আবহাওয়া দপ্তর, আজ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দুই বাংলায় ও আসাম মেঘালয় ত্রিপুরায়। আবহাওয়ার উন্নতি সম্ভাবনা তবে গরম বাড়বে বাংলায়। ajker abohar khabar দেখুন রোজ।
🔴👉সাবধান! (যদিও অনুমান) সম্ভবত উড়িষ্যা বা দুই বাংলার কোনো উপকূলে আছড়ে পড়তে পারে ২০২৩ সালের ভয়ঙ্কর ঘূর্ণিঝড় মোচা বা মোকা, কত গতিবেগে আসবে উপকূলে, অনুমান করা হচ্ছে ঘূর্ণিঝড়ের গতিবেগ ১৩০ ১৫০ ১৬০ ১৮০ বা ২০০ কিমি পর্যন্ত প্রতি ঘন্টায় হতেও পরে, ঝড় কেমন হবে, দুই বাংলার কোন কোন জায়গায় বেশি বৃষ্টি হতে পারে, কতদিন ঝড়ের তাণ্ডব চলবে, বন্যা কি হবে কোথাও, ক্ষতির সম্ভাবনা কতটা? উড়িষ্যা পশ্চিমবঙ্গে না বাংলাদেশে না মায়ানমার উপকূলে এই ঘূর্ণিঝড় বা mocha cyclone আছড়ে পড়তে পারে? কবে থেকে কবে উপকূলের দিকে আসার সম্ভাবনা? চাষী ও জেলেদের জন্য কবে থেকে কোথায় সতর্কতা, আজকের আবহাওয়া, কবে থেকে আকাশ পরিষ্কার থাকবে বাংলায়?
Cyclone Mocha update, বঙ্গোপসাগরে তৈরি হলো ঘূর্ণাবর্ত ৬ মে নাগাদ, ৮ তারিখ নিম্নচাপ ক্ষেত্র তৈরি হয়েছে এবার ৯ তারিখেই সকাল ৫.৩০ এ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে, এরপর এটি গভীর নিম্নচাপে পরিণীত হবার সম্ভাবনা দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে ৯ তারিখ সন্ধ্যায়, এরপর ১০-১১ তারিখ মে মাসে এটি উত্তরদিক হয়ে মধ্য বঙ্গোপসাগরে দিকে এগিয়ে যাবে শক্তি বাড়িয়ে ,সেটাই আরো শক্তি বাড়িয়ে আন্দামানের পশ্চিমে অবস্থানকালে ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে এগোতে পারে আরো উত্তর উত্তর পশ্চিমে, এরপর বাঁক নেবে উত্তর উত্তরপূর্ব দিকে ও বাংলাদেশ মায়ানমার উপকূলে যেতে পারে। চাষী ও জেলেদের জন্য এইমুহুর্তে বড় সতর্কতা।
প্রস্তুতি চলছে প্রশাসন থেকে উপকূলের দিকে।
👉 নিচের লিখনে নজর দিন:-
NB: আপডেট এখনও পরিবর্তন হতে পারে, এটি কোনো ফাইনাল আপডেট নয়, এটি ০৯ মে ECMWF মডেল অনুযায়ী একটি সম্ভাবনা, আপনাদের সতর্ক থাকার জন্য একটি প্রচেষ্টা মাত্র। আরো আপডেট আসবে সেগুলো নিয়মিত জেনে যাবেন। আপনি চ্যানেলের সঙ্গে থাকুন নজর রাখুন প্রয়জনে সাবস্ক্রাইব করে রাখুন। আর শেয়ার করে সতর্ক করুন।
এছাড়া নিয়মিত দেখুন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ ত্রিপুরা আসাম মেঘালয়ের আবহাওয়ার খবর লাইভ।
ধন্যবাদ ❤️❤️❤️❤️❤️ ভাল থাকবেন ও ভাল রাখবেন।
#khaborbangla #cyclone #ঘূর্ণিঝড় #Cyclonemocha #ঘূর্ণিঝড়মোচা #weather #কালবৈশাখী
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: