জনৈক সেনা সদস্য কর্তৃক এক জুম্ম নারীকে যৌন নিপীড়নের অভিযোগ!
Автор: Cht Voice
Загружено: 2025-10-28
Просмотров: 300
Описание:
বর্মাছড়িতে ক্যাম্প ইস্যুতে আইএসপিআর বিবৃতির প্রতিবাদে ইউপিডিএফের বিবৃতি।
সাজেকে অভিযানকালে জনৈক সেনা সদস্য কর্তৃক এক জুম্ম নারীকে যৌন নিপীড়নের অভিযোগ!
খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলাধীন বর্মাছড়িতে একটি সেনা ক্যাম্প স্থাপনকে কেন্দ্র করে স্থানীয় জনগণের সাথে সেনাবাহিনীর সৃষ্ট বিরোধ সম্পর্কে আইএসপিআর-এর গতকাল ২৭ অক্টোবর ২০২৫ দেয়া বিবৃতিকে “মিথ্যা ও বিকৃত বয়ান” বলে অভিহিত করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।
আজ ২৮ অক্টোবর ২০২৫, মঙ্গলবার ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা সংবাদ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে উক্ত মন্তব্য করেন।
অংগ্য মারমা বলেছেন, বিনা অনুমতিতে জমি দখল করে ক্যাম্প স্থাপনের চেষ্টা হলে এলাকার মানুষ শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছে এবং ইউপিডিএফের বিরুদ্ধে উপস্থাপিত অনেক অভিযোগ ভিত্তিহীন।
তিনি আরও বলেন, ইউপিডিএফ কোনো ঘৃণা-ভিত্তিক ষড়যন্ত্রে অংশ নেয় না এবং দলটির বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হয়েছে সেগুলো ভিত্তিহীন ও অপপ্রচারের অংশ।
অন্যদিকে অংগ্য মারমা উর্ধ্বতন সেনা কর্তৃপক্ষের ক্যাম্প স্থাপন বন্ধের সিদ্ধান্তকে বাস্তবসম্মত ও বর্ধমান উত্তেজনা নিরসনের পথে সম্ভাব্য বলে সাধুবাদ জানিয়েছেন।
রাঙামাটির সাজেকে সেনা অভিযানকালে জনৈক সেনা সদস্য কর্তৃক দুই সন্তানের জননী এক জুম্ম নারীকে যৌন নিপীড়নের অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে গত ২৪ অক্টোবর ২০২৫ সাজেক ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ভুয়োছড়ি গ্রামে।
ভুক্তভোগী নারী ভয়ে ঘটনাটি প্রকাশ না করলেও পরে তার এক নিকট প্রতিবেশীর কাছে বিষয়টি খুলে বললে ঘটনাটি জানাজানি হয়।
ঘটনার বিষয়ে ভুক্তভোগী নারীর সাথে কথা বলে জানা যায়, গত ২৪ অক্টোবর সেনাবাহিনীর ৯ সদস্যের একটি দল ভুয়োছড়িতে তাদের বাড়িতে যায়। পরে সেখান থেকে ৭ জন বাড়ির কিছুটা দূরে ডাব পাড়তে গেলে বাকী দু’জন সেনা সদস্য থেকে একজন ওই নারীকে প্রথমে হাতে ধরে টেনে নেয়ার চেষ্টা করে ও বুকে হাত দেয়। পরে তাকে বাড়ির ভেতরে যাওয়ার জন্য চাপ দেয়।
ভুক্তভোগী নারী তাতে অসম্মতি জানালে সেনা সদস্যটি তাকে টাকার প্রলোভন দেখাতে থাকে। এমতাবস্থায় ডাব পাড়তে যাওয়া ৭ জন সেনা সদস্য সেখানে ফিরে আসলে ওই নারী রক্ষা পায়। সেনারা পরে সেখান থেকে চলে যায়।
ঘটনাটি জানাজানি হওয়ার গতকাল সোমবার (২৭ অক্টোবর) স্থানীয় এলাকার জনসাধারণ উক্ত ঘটনার সাথে জড়িত সেনা সদস্যকে চিহ্নিত করে শাস্তির দাবিতে অভিযানে দায়িত্বরত (বর্তমানে ভুয়োছড়িতে অবস্থান) বাঘাইহাট জোন কমাণ্ডারের কাছে যান।
তাদের কথা শুনে জোন কমাণ্ডার শুরুতে এটি ‘ইউপিডিএফের ষড়যন্ত্র’ বলে ঘটনাটি নাখোশ করে দেয়ার চেষ্টা করে। পরে স্থানীয়দের চাপের মুখে ঘটনায় জড়িত সেনা সদস্যকে চিহ্নিত করে শাস্তি দেয়ার প্রতিশ্রুতি দেয় বলে জানা গেছে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: