NARENDRA MODI: জন্মদিনে নজর: নরেন্দ্র মোদীর প্রিয় খাবারের তালিকা। ।।TRAVO NEWS।।
Автор: TRAVO NEWS BANGLA
Загружено: 2025-09-17
Просмотров: 423
Описание: ১৭ সেপ্টেম্বর ৭৫ বছরে পা রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর জন্মদিন উপলক্ষে দেশজুড়ে নানা কর্মসূচির প্রস্তুতি চলছে। তবে রাজনৈতিক আয়োজনের পাশাপাশি অনেকেরই কৌতূহল, ঠিক কী কী খাবার খেতে ভালোবাসেন দেশের প্রধানমন্ত্রী। জানা যায়, শৈশব থেকে তাঁর অন্যতম প্রিয় খাবার খিচুড়ি, বিশেষত মায়ের হাতে তৈরি নিরামিষ খিচুড়ি। পাশাপাশি মাশরুমও নাকি তাঁর পছন্দের তালিকায়, যদিও বিরোধীরা দাবি করেছেন তিনি নাকি বিদেশ থেকে আনা দামি মাশরুম খেতে ভালোবাসেন। গুজরাটের ঐতিহ্যবাহী ধোকলাও মোদীর খাদ্যতালিকায় অন্যতম, যা তিনি অন্য সাধারণ গুজরাটিদের মতোই উপভোগ করেন। তবে শুধুই বিশেষ পদ নয়, প্রতিদিনের ভাত, ডাল, রুটি, সবজি আর স্যালাডও তাঁর রোজকার খাবারের অংশ। আর মিষ্টির ক্ষেত্রে মোদীর পছন্দ গুজরাটের জনপ্রিয় শ্রীখণ্ড, যা দই দিয়ে তৈরি হয় এবং এলাচ, আম বা শুকনো ফলের স্বাদে সমৃদ্ধ। জন্মদিনকে ঘিরে তাই আবারও আলোচনায় উঠে আসছে তাঁর এই সহজ অথচ বিশেষ খাদ্যপ্রীতি।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: