সারাবছর ফুল পেতে ছাদে শাপলা লাগানোর পর পরবর্তী পরিচর্যা / বেশি ফুল পাওয়ার কৌশল / Water Lily planting
Автор: GREEN LEAF GARDEN
Загружено: 2024-05-11
Просмотров: 1410
Описание:
সারাবছর ফুল পেতে ছাদে শাপলা লাগানোর পর পরবর্তী পরিচর্যা / বেশি ফুল পাওয়ার কৌশল / Water Lily planting
Our Facebook ID: / irin.hasan.02
Our Facebook Page: / greenleafg4
#ছাদে_শাপলা_লাগানোর_পর_পরবর্তী_পরিচর্যা
#সারাবছর_ফুল_পাওয়ার_কৌশল
#waterlilycare
#WaterLily_planting
শাপলা চাষ পদ্ধতিঃ
** শাপলা মূলত জলজ উদ্ভিদ। এদেরকে গ্রীষ্মের শুরুতে লাগাতে পারলে মধ্য বর্ষায় ফুল পাবেন। শাপলার লাগানোর ক্ষেত্রে আপনাকে শাপলার গোড়ার দিকের শালূক বা কন্দ সংগ্রহ করতে হবে। এরপর উক্ত শালূক বা কন্দ উপযুক্ত টবের মাটিতে পুতে দিতে হবে এবং পানির পরিমাণ সঠিক মাপে দিতে হবে।
** শাপলা চাষ করার জন্য আপনি আপনি ইচ্ছা করলে হাফ ড্রাম, বড় মাটির চারি বা প্লাস্টির সবচেয়ে বড় গামলা বা সবচেয়ে বড় বালতি (৩৫ লিটার সাইজের) নিতে পারেন।
সকাল থেকে দুপুর পর্যন্ত রোদ পায় এমন জায়গায় গামলাটি রেখে দিন। মনে রাখবেন দুপুর ২টার পরে যেন শাপলায় কোন অবস্থায়ই রোদ না পায়। কড়া রোদে পানি গরম হয়ে গেলে শাপলার পাতা হলুদ হতে থাকে।
** শাপলার পাতা, কুড়ি ও ফুলে ভরে না ওঠা পর্যন্ত টবের পানির উপরে কয়েকটা টোপা পানা ভাসিয়ে দিতে পারেন। রোদে বেশী গরম হওয়া থেকে বাঁচাবে।
** প্রথম দিকে কিছু পাতা সব মরে যেতে পারে । এতে বিচলিত না হয়ে যত্ন নিন । কয়েক মাসের মধ্যে নতুন পাতা আসবে ।
** শাপলা চারা লাগানোর ১মাস এর মধ্যে পানি বদল না করাই ভাল । পানি বদলানোর সময় পাত্রের গায়ে জন্মানো পিচ্ছিল শেওলা পরিষ্কার করে দিন ভাল করে।
** প্রতিদিন অন্তত একবার করে দেখুন শাপলা চাড়ি বা গামলাতে পানি আছে কিনা। পানি কমে গেলেই আবার পানি দিয়ে ভরে দেবেন। চাইলে বৃষ্টি পানি জমিয়ে রাখতে পারেন। পানি কমে গেলে জমানো বৃষ্টির পানি দিলে গাছ ভালো থাকবে।
** মরা পাতা জমতে দেবেন না। পাতা মরে পচে গেলে পানি নষ্ট হয়ে তাতে শ্যাওলা জমবে।
** কোন প্রকার রাসায়নিক সার ব্যবহার করা যাবে না তাতে গাছ মারা যেতে পারে।
** শাপলার গামলায় কিছু পানা ও গাপ্পি ছেড়ে দিন। পানা পানি পরিষ্কার রাখবে আর গাপ্পি মশা ডিম পাড়লে সেই ডিম ও লার্ভা খেয়ে পরিবেশ মশামুক্ত রাখবে।৩/
শাপলার ঔষধি গুনাগুনঃ
শাপলার অনেক ঔষুধি গুণাগুণ রয়েছে। শাপলা রক্ত দোষ ও বহুমূত্র রোগে অনেক উপকারে আসে। এছাড়াও শাপলা প্রসাবের জ্বালা পোড়া, আমাশয় ও পেট ফাঁপায় উপকারী।
শাপলার অন্যান্য ব্যবহারঃ
শাপলা কে শুধু সবজি হিসেবে খাওয়া হয় তা নয় শাপলার ফলগুলো পাকলে ফেটে যায়। ফলের মধ্যে থাকে কালে ও বাদামী রঙের অসংখ্য বীজ। এই বীজ রোদে শুকিয়ে গরম বালু দিয়ে আগুনে ভেজে খই তৈরি করা যায়। ইলিশ ও চিংড়ি মাছের সাথে রান্না করলে অতুলনীয় স্বাদ পাওয়া যায়।
ছাদে শাপলা চাষ পদ্ধতি || Water Lilies Plantation on Roof
শাপলা বা শালুক প্রতিস্থাপন ও সম্পূর্ন পরিচর্যা | Water lily care.
বাড়িতে ছাদে বা বারান্দায় শাপলা ফুল চাষ ও পরিচর্যা
শাপলা ফুল গাছের পরিচর্যা /How to care water lily at home
বাড়ির আঙ্গিনায় বা উঠোনে শাপলা চাষ পদ্ধতি
টবে শাপলা চাষ পদ্ধতি
আমার চ্যানেলটি ভিজিট করলে আপনারা বাগান সম্পর্কে যাবতীয় তথ্য পেয়ে যাবেন।
আমার চ্যানেলে Indoor Plants, Outdoor plants, ornamental plants, flowers, foliage, root vegetables, leaf vegetables, fruits, and herbs সহ যাবতীয় গাছের যত্ন ও পরিচর্যা সম্পর্কে জানতে পারবেন।
মানুষ প্রকৃতির সন্তান। প্রকৃতি থেকে দূরে সরে যাওয়া কখনোই মানুষের জন্য মঙ্গলকর নয়। অথচ, জীবনের নানা দাবি মেটাতে গিয়ে আজকাল আমরা অনেকটাই কৃত্তিম পরিবেশে বাস করতে বাধ্য হই। এই কৃত্তিমতার আবহে আমরা হারিয়ে ফেলি আমাদের শারীরিক ও মানসিক সজীবতা, যার অনিবার্য পরিণতি নিত্য নতুন রোগব্যাধির উপদ্রব। এই অবস্থায় সুস্থ ভাবে বাঁচতে চাইলে বাড়িতে বাগান করা ও গাছ লাগানোর সত্যিই কোনো বিকল্প নেই।
আর বাগান করতে হলে অবশ্যই সেই বাগানে লাগানো প্রতিটি গাছের যত্ন সঠিক ভাবে নিতে হবে। কিভাবে যত্ন নিতে হয় জানতে হবে। আমার এই চ্যানেলটি GREEN LEAF GARDEN আপনাদের জন্য হতে পারে একটি গাইড লাইন।
Gardening is the practice of growing and cultivating plants as part of horticulture. In gardens, ornamental plants are often grown for their flowers, foliage, or overall appearance; useful plants, such as root vegetables, leaf vegetables, fruits, and herbs, are grown for consumption, for use as dyes, or for medicinal or cosmetic use.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: