স্ত্রী কি স্বামীকে তালাক দিতে পারে? স্বামী খারাপ,যৌন অক্ষম,ভরণ পোষণ না দিলে স্ত্রী কি স্বামী তালাক
Автор: banglar muslim
Загружено: 2024-10-26
Просмотров: 891
Описание:
স্ত্রী কি স্বামীকে তালাক দিতে পারে? স্বামী খারাপ,যৌন অক্ষম,ভরণ পোষণ না দিলে স্ত্রী কি স্বামী তালাক
শায়খ কাজী আমিন আত তাফহিম
দেশীয় আইনে বিনা কারণে বা মিথ্যা কারণ দেখিয়ে কোর্টের মাধ্যমে স্ত্রী স্বামীকে তালাক দিতে পারে। ইসলামী আইনে কিছু শর্ত পূরণ না করা পর্যন্ত এভাবে তালাক দিতে পারে না। পরকীয়ার জন্য তালাক দেওয়া না দেওয়া সমান। দেশীয় আইনে এভাবে তালাক দেওয়া যায়। শরীয়তের আইনে দেওয়া যায় না। তবে, শরীয়ত বর্তমানে মানুষ মানে না। দেশীয় আইন বা নিজের মন যা চায়, সেভাবেই তালাককে ব্যবহার করে। এসব না করে পালিয়ে যাওয়াই উত্তম। এতে কবীরা গুনাহ হবে, কিন্তু ঈমান নষ্ট হবে না। আর যদি নিজের শখ পূরণের জন্য শরীয়তের আইনকে অস্বীকার করে বা কৌশলে অপব্যবহার করে তাহলে, এই লোকটি আর মুসলমান থাকে না।
স্ত্রী স্বামীকে তালাক দিতে পারে না। তবে স্ত্রী যেকোন সময়ে দায়িত্বশীল কর্তৃপক্ষের মাধ্যমে বিবাহ বিচ্ছেদ ঘটাবার অধিকার রাখে। যাকে শরী‘আতে ‘খোলা’ বলে। এ সময় স্ত্রী তার মোহরানা স্বামীকে ফেরৎ দিবে। ইবনু আববাস (রাঃ) বলেন, ছাবেত ইবনু ক্বায়েসের স্ত্রী রাসূলুল্লাহ (ছাঃ)-এর নিকট আসল এবং বলল, হে আল্লাহর রাসূল (ছাঃ)! আমি ছাবেত ইবনে কায়েসের দ্বীনদারী এবং চাল-চলনের নিন্দা করি না, তবে আমি মুসলিম নারী হয়ে (তার অসুন্দর হবার কারণে) তার নাফরমানী করব, এটা চাই না। তখন নবী (ছাঃ) বললেন, তুমি কি তার মোহর বাবত বাগান ফেরত দিবে? মহিলা বলল, হ্যাঁ দিব। নবী করীম (ছাঃ) ছাবেতকে বললেন, বাগান গ্রহণ কর এবং তাকে ‘খোলা’ হিসাবে এক তালাক প্রদান কর (বুখারী, মিশকাত হা/৩২৭৪)। এ থেকে প্রমাণিত হয় যে, স্ত্রী স্বামীকে সরাসরি তালাক দিতে পারে না, তবে তালাক নেয়ার ব্যবস্থা করতে পারে। এমতাবস্থায় স্বামীকে মোহরানা ফেরত দিতে হবে। আর স্বামী স্ত্রীকে তালাক দিলে স্ত্রীর প্রাপ্য মোহর পূরণ করে দিতে হবে। অবৈধ সম্পর্কের বিষয়টি এখানে বিবেচ্য নয় (নাসাঈ, আবুদাঊদ, মিশকাত হা/৩৩১৭ ‘লি‘আন’ অনুচ্ছেদ; বুলূগুল মারাম হা/১০৯৮-এর আলোচনা)।
#banglar_muslim
#তালাক
#বাংলাওয়াজ
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: