বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস - আহমদ ছফা
Автор: Asadudzaman Joy
Загружено: 2022-11-21
Просмотров: 1282
Описание:
আহমদ ছফার 'বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস' বইটির গুরুত্বপূর্ণ কিছু অংশ 🔥
"যে-কোন দেশের বুদ্ধিজীবীরা যদি রাষ্ট্রযন্ত্রের অনাচার-অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে অসম্মত হন। সেই দেশটির দুর্দশার অন্ত থাকে না। বাংলাদেশ সেইরকম একটি দুর্দশাগ্রস্ত দেশ।''
"তাঁরা যখন মুক্তিযুদ্ধের সপক্ষে কথা বলেন শুনে মনে হবে, আবাহনী মোহামেডান টিমের ভাড়া করা বিদেশি খেলোয়াড়দের মত তাঁদেরও ভাড়া করে আনা হয়েছে।"
''যাঁরা মৌলবাদী শতকরা একশ ভাগ মৌলবাদী। কিন্তু যাঁরা প্রগতিশীল বলে দাবি করে থাকেন তাদের কেউ কেউ দশ ভাগ প্রগতিশীল, পঞ্চাশ ভাগ সুবিধাবাদী, পনেরভাগ কাপুরুষ, পাঁচ ভাগ একেবারে জড়বুদ্ধিসম্পন্ন।''
''বাংলাদেশ স্বাধীন হওয়ার পূর্বে এই অঞ্চলে মাত্র একজন কোটিপতির অস্তিত্ব ছিল। বর্তমানে কোটিপতির সংখ্যা হাজার হাজার। একটি ছোট দরিদ্র দেশে এই পরিমাণ ধনিকের উত্থান, সেটা নির্লজ্জ লুণ্ঠনের মাধ্যমেই সম্ভব হয়েছে। কি পরিমাণ লুণ্ঠনের সুযোগ পেলে মাত্র বিশ হাজার টাকার পরিমাণ সম্পদের মালিক এক শ' কোটি টাকার মালিক হতে পারে, বাংলাদেশ তার প্রকৃষ্ট উদাহরণ।"
''যুক্তির পিঠে যুক্তি দিয়ে, কথার খেলা অনেক করা যায়। কিন্তু তাতে আসল সংকটের কোন হেরফের হবে না।''
"যে সমাজে জনগণের মাথাপিছু আয় এক পয়সা বাড়ে না— সে সমাজে যদি সাংবাদিকেরা রাতারাতি বড়লোক হয়ে ওঠেন, তাহলে কথাটা কি এই দাঁড়ায় না— তাঁরাও জনগণের ওপর শোষণের কাজে সাহায্য করে আসছেন।''
''তরুণ সমাজের সামনে শ্রদ্ধা করার মত কোন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ছিল না— এখনো নেই । কাউকে শ্রদ্ধা করতে না পারা যে কত বড় অভিশাপ একমাত্র ভুক্তভোগীই উপলব্ধি করতে পারেন।''
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: