দীর্ঘদিনের কোমর ব্যথার জন্য যেভাবে আকুপাংচার চিকিৎসা দেওয়া হয়
Автор: Vision Physiotherapy Center
Загружено: 2025-07-20
Просмотров: 6806
Описание:
#foryou #acupuncturetreatment #backpaintreatment
আকুপাংচার চিকিৎসা পদ্ধতি । কোমর ব্যথার ফিজিওথেরাপি । কোমর ব্যথার চিকিৎসা
কোমর ব্যথা (komor betha treatment bangla) আমাদের জীবনের একটি পরিচিত সমস্যা। এই ব্যথার কারণে হাঁটাচলা করতে বা দৈনন্দিন কাজ করতেও কষ্ট হয়। কোমর ব্যথার চিকিৎসা (কোমর ব্যথার চিকিৎসা) নিয়ে অনেকে চিন্তায় থাকেন, কিন্তু এর সহজ সমাধান আছে।
আকুপাংচার (আকুপাংচার) আর ফিজিওথেরাপি (komor bethar physiotherapy)—এই দুটো পদ্ধতি মিলে কোমর ব্যথা কমাতে খুব ভালো কাজ করে। আকুপাংচার চিকিৎসা পদ্ধতি (আকুপাংচার চিকিৎসা পদ্ধতি) হলো এমন এক পদ্ধতি যেখানে শরীরের নির্দিষ্ট কিছু জায়গায় সরু সুঁচ ব্যবহার করা হয়। এটি ব্যথা কমায় এবং শরীরকে নিজেই সুস্থ হতে সাহায্য করে। বিশেষ করে কোমরের নিচের অংশের ব্যথা (acupuncture treatment for lower back pain) বা যেকোনো পিঠের ব্যথার জন্য (back pain acupuncture treatment) এই আকুপাংচার খুব উপকারী।
কোমর ব্যথার জন্য ফিজিওথেরাপি (কোমর ব্যথার ফিজিওথেরাপি) খুবই দরকারি। একজন অভিজ্ঞ ফিজিওথেরাপিস্ট আপনাকে কিছু সহজ ব্যায়াম শেখাবেন এবং হাত দিয়ে কিছু থেরাপি দেবেন। এই কমর ব্যথার থেরাপি (komor bethar therapy) আপনার মাংসপেশী শক্তিশালী করবে এবং কোমরকে নমনীয় হতে সাহায্য করবে। অ্যাকুপাংচার ট্রিটমেন্ট ফর ব্যাক পেইন (acupuncture treatment for back pain) এবং ফিজিওথেরাপি—এই দুটো একসঙ্গে নিলে কোমর ব্যথা দ্রুত কমে এবং আবার ব্যথা হওয়ার আশঙ্কাও কমে যায়।
আপনার যদি কোমর ব্যথা থাকে, তাহলে দেরি না করে একজন ডাক্তারের বা ফিজিওথেরাপিস্টের পরামর্শ নিন। সঠিক চিকিৎসা আর কিছু সাধারণ নিয়ম মেনে চললে আপনি ব্যথা-মুক্ত সুস্থ জীবন ফিরে পাবেন।
🏥 ভিশন ফিজিওথেরাপি সেন্টার, উত্তরা শাখা
হাউজ ৪২, লেক ড্রাইভ রোড, উত্তরা, ঢাকা ১২৩০
যোগাযোগ: 📞 01932-797229
__________________________________________________________________________
ভিশন ফিজিওথেরাপি সেন্টার 🩺 ২০১৩ সাল থেকে ঢাকার উত্তরায় ফিজিওথেরাপি সেবা দিয়ে আসছে। ২০২২ সাল থেকে বনানীতেও আমাদের শাখা চালু হয়েছে। বর্তমানে উত্তরা ও বনানী উভয় স্থানেই আমরা অত্যাধুনিক ফিজিওথেরাপি সেবা দিচ্ছি।
কেন আসবেন ভিশন ফিজিওথেরাপি সেন্টারে? 🤔
ব্যথা ব্যবস্থাপনার জন্য বিশেষ ইউনিট: 🤕 কোমর ব্যথা, হাঁটু ব্যথা, ঘাড়ে ব্যথা এবং বাত ব্যথার মতো বিভিন্ন ধরনের ব্যথার জন্য আমাদের এখানে আলাদা বিশেষ ইউনিট আছে।
মহিলাদের জন্য পেলভিক কেয়ার ইউনিট: 🚺 ঘন ঘন প্রস্রাব, প্রস্রাব ধরে রাখতে না পারা এবং সিজার-পরবর্তী কোমর ব্যথার মতো সমস্যার জন্য মহিলা বিশেষজ্ঞ থেরাপিস্ট ও অত্যাধুনিক ডিভাইস সমৃদ্ধ পেলভিক কেয়ার ইউনিট রয়েছে।
পুরুষদের জন্য পেলভিক কেয়ার ইউনিট: 🚹 পুরুষদের প্রোস্টেট সমস্যা, ইরেক্টাইল ডিসফাংশন এবং দ্রুত বীর্যপাতের মতো সমস্যার জন্য অত্যাধুনিক ডিভাইস সমৃদ্ধ বিশেষায়িত পেলভিক কেয়ার ইউনিট রয়েছে।
আমাদের এখানে আপনি বিশ্বমানের চিকিৎসা পাওয়ার শতভাগ নিশ্চয়তা পাবেন। ✅
আমাদের চিকিৎসা পদ্ধতিসমূহ: ⚕️
-ম্যানুয়াল থেরাপি
-থেরাপিউটিক এক্সারসাইজ
-শকওয়েভ থেরাপি
-ইলেক্ট্রো আকুপাংচার
-লেজার থেরাপি
-ক্রায়ো থেরাপি
-ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড থেরাপি
-পেল্ভিক চেয়ার স্টিমুলেশন
-সব ধরনের ইলেক্ট্রোথেরাপি
পরিচালনায়: 👨⚕️
ডাঃ সাইফুল ইসলাম, পিটি
বিপিটি ( ঢাবি ), এমপিটি ( অর্থোপেডিকস ) – এন.আই.পি.এস, ইন্ডিয়া
পিজি.সি. ইন আকুপাংচার, ইন্ডিয়া
স্পেশাল ট্রেইন্ড ইন ওজন থেরাপি, ইউ.এস.এ এবং ওজোন ফোরাম, ইন্ডিয়া।
ফিজিওথেরাপি কনসাল্ট্যান্ট, ভিশন ফিজিওথেরাপি সেন্টার।
আমাদের অন্যান্য প্রোফাইল 👇
ফেইসবুক পেইজঃ / visionphysiotherapycenter
ইনস্টাগ্রামঃ / visionphysiocenter
টিকটকঃ / visionphysiotherapy
__________________________________________________________________________
#shorts #backpainphysiotherapy #physiotherapy #physiotherapytreatment
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: