বিবর্তনবাদের ইতিহাস | বিবর্তনবাদ সম্পর্কে ইসলাম কি বলে | History of Human evolution | ইসলামের ইতিহাস
Автор: Islamic History Bangla
Загружено: 2024-02-26
Просмотров: 535
Описание:
বিবর্তনবাদ কি সত্য। বিবর্তনবাদ নিয়ে আলোচনা।বিবর্তনবাদ।human evolution bangla documentary. ইসলামের ইতিহাস বিবর্তনবাদ সম্পর্কে ইসলাম কি বলে? মানুষ কি সত্যি ই বানর ছিলো? বিবর্তন কাকে বলে।
আজকের বানর কেন মানুষ হচ্ছে না। ডারউইনের বিবর্তনবাদ। darwins thoery vs islam এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার তথ্য মতে, Homo sapiens প্রজাতির সাথে সমস্ত আধুনিক মানুষ জড়িত। বেশিরভাগ পণ্ডিত বিশ্বাস করেন যে হোমিনিন (hominin) প্রজাতি থেকে আধুনিক Homo sapiens বিকাশ লাভ করে । প্রায় 300,000 বছর আগে হোমো, হাইডেলবার্গেনসিস বা অনুরূপ প্রজাতি থেকে বিবর্তিত হয়ে আজকের এই আধুনিক মানুষের আবির্ভাব হয়। বিবর্তন কাকে বলে ? বিবর্তনবাদ কী ? ডারউইনের বিবর্তনবাদ কি ? বানর থেকে মানুষ হয়েছে ? আজকের বানর কেন মানুষ হচ্ছে না ? মানুষের বিবর্তনের ইতিহাস ? বিজ্ঞানীরা মানুষের নাম দিয়েছেন Homo sapiens। বৈজ্ঞানিক নামের প্রথম অংশে প্রজাতিটি যে বংশের অন্তর্গত তা চিহ্নিত করে আর দ্বিতীয় অংশে প্রজাতিটির উপাধি থাকে। অর্থাৎ বিজ্ঞানীদের মতে, আধুনিক মানুষ Homo বংশের অন্তর্গত এবং এই বংশের মধ্যে Homo sapiens প্রজাতির অন্তর্ভুক্ত। Homo হল সেই প্রজাতি যা অস্ট্রালোপিথেকাস (Australopithecus) প্রজাতিতে আবির্ভূত হয়ে বর্তমান প্রজাতি Homo sapiens বা আধুনিক মানুষ। আধুনিক মানুষের পূর্বপুরুষ বেশ কয়েকটি বিলুপ্ত প্রজাতির উপর নির্ভর করে যা আগে অস্ট্রালোপিথেকাস (Australopithecus), প্যান (Pan), ও শিম্পাঞ্জিদের (chimpanzees) বংশ থেকে বিভক্ত হয়েছিল। বিবর্তন বাদ যদি এ কথা নাই বলে বা বিজ্ঞান যদি এ কথা নাই বিশ্বাস করে তাহলে মানুষের বৈজ্ঞানিক নাম আজো Homo sapiens কেন? মানুষ কি হোমিনিন (hominin) প্রজাতি থেকে এসেছে ? নাকি মানুষ বা প্যান (Pan) কিংবা শিম্পাঞ্জিদের (chimpanzees) বংশধর ? বর্তমান যুগের মুসলিমদের অনেকের মনের মধ্যেই প্রশ্ন জাগে ‘বিবর্তনবাদ কি ইসলামের সাথে সামঞ্জস্যপূর্ণ? বিবর্তনবাদ ও ইসলাম এর মধ্যে সম্পরক কি ? অনেক মুসলিমই ইচ্ছায় অনিচ্ছায় ‘বিবর্তনবাদ ইসলামি বিশ্বাসের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়’ জেনে কোরআন সম্পর্কে সংশয় প্রকাশ করে থাকেন। ইসলামের অনেক সমালোচকও এই একই কারণে ইসলামের সমালোচনা করেন। অনেকে তাদের বিশ্বাসকে প্রতিরোধ করার মতো বিদঘুটে পরিস্থিতিতে পড়ে যান। আর মনের অজান্তেই স্রষ্টা ও বিজ্ঞানের মধ্যে কাকে সত্যের মাপকাঠি বানাবেন সেটা নিয়ে দ্বিধা-দন্দে ভুগেন। বিজ্ঞানের একটি তত্ত্বের গোলোক ধাঁধায় পড়ে যদি স্রষ্টার সৃষ্ট এডাম বা আদমকে নিয়ে একেশ্বরবাদী কিংবা মুসলিমরা সংশয়ে পড়ে যায় ! তাহলে মৃ*ত্যুর পরের জীবণ, জান্নাত, জাহান্নাম, হাশর, ফেরেশতা এগুলোকে মুখে স্বীকার করা, মিথ্যা বলা ছাড়া আর কিছুই না ! কারনঃ বিজ্ঞান এগুলকে স্বীকৃতি দেয় না। সি টি ভি বাংলার জানতে হবে ইসলামের আজকের আয়োজনে আমরা কথা বলবো চার্লস ডারউইনের আনিত বিবর্তনবাদের তত্ত্ব আসলে কতটা বিজ্ঞানসম্মত!? আর বিজ্ঞান সম্মত বিবর্তনবাদই বা কোনটা? মানুষের বিবর্তনের ইতিহাস ? বিবর্তনবাদের মূল আলোচনার বিষয় মানুষ এবং প্রাণের উৎস। প্রাণ কী ? মানুষ কী ? এগুলো কোথা থেকে আসলো ? কীভাবে আসলো ? এ প্রশ্নগুলো বিচ্ছিন্নভাবে দেখা সম্ভব নয়। মানুষ এবং প্রাণের উৎস সংক্রান্ত প্রশ্নগুলোর উত্তর একটা সূক্ষ্ম এবং জটিল কাঠামোর ভেতরে অবস্থান করে, যেটাকে আমরা ওয়ার্ল্ডভিউ বলতে পারি। যা থেকে কোনো একটি অংশকে বিচ্ছিন্ন করে আলাদা ভাবে কিছু গ্রহণ বা বর্জনের সুযোগ নেই।
⚠ এই চ্যানেলের কোন ভিডিও ডাউনলোড করে, পুনরায় কোন অনলাইন মাধ্যমে আপলোড করবেন না।
⚠ DO NOT DOWNLOAD & RE-UPLOAD THIS VIDEO IN ANY OTHER ONLINE PLATFORM
✔✔✔ এই ইউটিউব ভিডিওর লিংক শেয়ার করুন।
✔✔✔ PLEASE SHARE YouTube Link of This VIDEO
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। জ্ঞান অর্জন প্রতিটি মুসলমান ভাই ও বোনের উপর আল্লাহ ফরজ করে দিয়েছেন। আর এই জ্ঞান অবশ্য বিশুদ্ধ মাধ্যম থেকে আহরণ করতে হবে ইনশাআল্লাহ। সেই লক্ষ কে সামনে রেখে CTV BANGLA পরিবারের উদ্যোগে আমরা বাংলাদেশের নির্ভরশীল আলেমেদীনদের আলোচনা, ওয়াজ মাহফিল, সভা সেমিনার এবং প্রশ্ন উত্তর ইত্যাদি গুরুত্বপূর্ণ ভিডিও গুলো পাবেন আমাদের CTV SCHOLAR ইউটিউব চ্যানেলে ইনশাআল্লাহ। CTV SCHOLAR ইউটিউব চ্যানেলে ইসলামের ইতিহাস, মুসলিম বীরদের ইতিহাস নিয়ে থাকবে আকর্ষণীয় ডকুমেন্টারি ইনশাআল্লাহ। ইসলামের জ্ঞানের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে আপনারা সিটিভি বাংলা এবং সিটিভি স্কলার কে পাবেন ইনশাআল্লাহ। আপনাদের যেকোনো পরামর্শ আমাদের সরাসরি ফোন অথবা ই-মেইল করে কিংবা কমেন্ট জানাবেন ইনশাআল্লাহ।
বিনীত নিবেদনে মাকবুল আহমাদ পাটওয়ারী প্রতিষ্ঠাতা সিটিভি বাংলা পরিবার।
মোবাইল +৮৮০১৭১১১৭৫৩৪৬ [email protected]
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: