২৫ বছরের পুরনো জাহাজ যার দাম ২২৩ কোটি
Автор: Knowledge tv Nayeem
Загружено: 2022-09-08
Просмотров: 539
Описание:
বহু পুরোনো। তাতে কি? দাম শুনে চোখ কপালে উঠবে যে কারও। সব মিলিয়ে ২২৩ কোটি টাকা! এমনই দামি একটি পুরোনো জাহাজ ভাঙার জন্য আনা হয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ডের এক জাহাজভাঙা কারখানায়।
গত এক দশকে এত দামে কোনো জাহাজ আমদানির রেকর্ড নেই। বেশি দামে জাহাজ কেনার এই রেকর্ড গড়েছে সাবেক মেয়র এম মনজুর আলমের পারিবারিক শিল্পগ্রুপ মোস্তফা হাকিম গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এইচ এম শিপব্রেকিং ইন্ডাস্ট্রি লিমিটেড। এ বছর এখন পর্যন্ত বিশ্বে এই ধরনের পুরোনো জাহাজ বিক্রি হয়েছে মাত্র ১১টি।
জাহাজটি আমদানির জন্য রপ্তানিকারক প্রতিষ্ঠানকে দিতে হয়েছে ২ কোটি ৪৫ লাখ ৬৪ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২০৮ কোটি ৬৮ লাখ টাকা। শুল্ককর দিতে হয়েছে ১৪ কোটি ৩৫ লাখ টাকা। জাহাজটি কেটেকুটে যা পাওয়া যাবে তা বিক্রি করে ওঠানো হবে পুরো খরচ। খরচের চেয়ে বাড়তি যা পাওয়া যাবে, তা উঠবে লাভের খাতায়।
তেল পরিবহনকারী জাহাজটির নাম ‘ইএম ভাইটালিটি’। জাহাজটি লম্বায় ৩৪০ মিটার, ঠিক ৯৭ তলা উঁচু ভবনের মতো লম্বা। আয়তনে ১৯ হাজার বর্গমিটার। কোপা আমেরিকায় যে মাঠে ব্রাজিল-আর্জেন্টিনার ফাইনাল খেলা হবে, সেটির
মতো তিনটি মাঠের আয়তনের সমান।
পুরোনো জাহাজ বিক্রি হয় জাহাজে থাকা মোট লোহার ওজন ধরে। দুই বছর আগে মোস্তফা হাকিম গ্রুপ একই ধরনের জাহাজ কিনেছিল ১৮০ কোটি টাকায়। তখন লোহার দাম ছিল কম। এখন বিশ্ববাজারে লোহার দাম বেড়ে যাওয়ায় ৪৩ কোটি টাকা বেশি দামে কিনতে হয়েছে একই রকম জাহাজ। তাতেই হলো রেকর্ড।
ধন্যবাদ সবাই কে ভিডিও টি দেখার জন্য।
আসসালামু আলাইকুম?
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: