কারাগারের ভেতরে চলে নিলামে বন্দি কেনা বেচা । Inside Jail Story Bangladesh। Jail Management। পর্ব ১
Автор: MM Badsha
Загружено: 2014-11-12
Просмотров: 28838
Описание:
#কারাগারে_বন্দি_কেনা_বেচা_হয়_যেভাবে
২০১৪ সালে দেশের কারাগারগুলোর আভ্যন্তরীন অবস্থা নিয়ে প্রকাশিত ধারাবাহিক প্রতিবেদন।
Bangladesh Jail Management Series Report
কারাগারে 'আমদানি' নামে প্রকোষ্ঠ থেকে শুরু হয় বন্দি কেনা-বেচা। নিলামে আটশো থেকে দু'হাজার টাকায় বিক্রি হয়, একেকজন বন্দি। তাদের কিনে নেয়, কারাগারে দীর্ঘদিনের সাজাভোগী কয়েদিরা। এরপর যতদিন কারাগারে থাকবে, ততদিন বাড়তি সুবিধা দেয়ার নামে-- বন্দির স্বজনদের কাছ থেকে নেয়া হয় উচ্চহারে ঘুষ। না দিলেই ঘুমাতে হবে ইলিশ ফাইলে, খাবার পাবে নামমাত্র। কারাগারের জানা-অজানা এসব তথ্য নিয়ে, এম. এম. বাদশাহ্’র ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব। ছবি তুলেছেন, মিজানুর রহমান।
আপস :
১৭৬৫ সালের পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের-- মোগল সুবেদারের এই কেল্লাটিই বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগার। প্রাচীনতম নিদর্শন আর বন্দীর সংখ্যা বিবেচনায়-- যা এখনো দেশের সবচে' বড় কারাগার।
আপস:
কিন্তু এর ভেতরে যারা বন্দি, কেমন আছে সেই মানুষগুলো? কারাগারের ভাষায়, নতুন বন্দিদের বলা হয় মুরগী। এসব মুরগি অর্থাৎ হাজতিদের কারাগারে আসার পরে নিলামে কিনে নেয়, পুরাতন কয়েদিরা।
সিংক : ভক্সপপ ( কারামুক্ত যারা)
সশ্রম কারাদণ্ডাদশে পাওয়া বন্দিদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী, কারাগারের ভেতরেই নানা কাজ করতে হয়। যাকে বলা হয় 'কাম পাশ'। সেই কাম পাশ বন্টনেও চলে টাকার খেলা।
সিংক : ভক্সপপ ( কারামুক্ত যারা)
আবার কোনো বন্দি অসুস্থ না হয়েও-- ভালমতো ঘুমানোর জন্য থাকতে পারে কারা হাসপাতালে।
সিংক : ভক্সপপ ( কারামুক্ত যারা)
কারাগারে টাকা থাকলে সুখের কোনো অভাব হয় না। এটা এখন অনেকটাই প্রকাশ্য ব্যাপার।
সিংক : ভক্সপপ (৩ টা)( কারামুক্ত যারা)
সিংক : মো : নেসার আলী
জেলার, ঢাকা কেন্দ্রীয় কারাগার।
দেশের ৬৮টি কারাগারের বেশ ক'টিতেই চলে এসব অনিয়ম।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: