বীরগঞ্জে এসিল্যান্ডের নাম ভাঙ্গিয়ে মোবাইলে চাঁদা দাবী ও আদায়
Автор: MHR News
Загружено: 2023-08-08
Просмотров: 59
Описание:
বীরগঞ্জে এসিল্যান্ডের নাম ভাঙ্গিয়ে মোবাইলে চাঁদা দাবী ও আদায়।
======================
বীরগঞ্জ, দিনাজপুর থেকে মোশাররফ হোসেন এর তথ্য চিত্র-MHR News.
============
দিনাজপুরের বীরগঞ্জে একটি চাঁদাবাজ চক্র মোবাইল ফোনে এসিল্যান্ডের নাম ভাঙ্গিয়ে হুমকি ধামকি দিয়ে প্রতারণার মাধ্যমে দুই হোটেল ব্যবসায়ীর ২৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছে।
অন্যাদের কাছে চাঁদা দাবী করলেও তারা দেয়নি।
ঘটনা ২ আগষ্ট'২৩ বুধবার রাতে হোটেল মালিক উত্তম রায় থানায় অভিযোগ দিলেও পুলিশ প্রতারক চক্রের কাউকে গ্রেফতার বা ক্লু উদ্ধারে ব্যার্থ হয়েছে।
অভিযোগ সূত্রে- মরিচা ইউপির ওয়ার্ড সদস্য অজিবুল ইসলাম গোলাপগঞ্জ হাটের হোটেল মালিক উত্তম, বাবুল, নারায়ন সহ অন্যান্যদের কাছে গিয়ে তাদেরকে একটি মোবাইল নম্বর দিয়ে বলেন তোমরা দ্রুত কথা বল।
মেম্বারের দেয়া নম্বর 01945577243-এ কল করলে এসিল্যান্ড পরিচয় দিয়ে বলা হয়, হোটেল মালিকদের তালিকা তৈরী করে মামলা করা হচ্ছে মর্মে ভয়ভীতি দেখায়। মামলা থেকে রেহাই পেতে হলে 01624982061 নম্বর নগদ একাউন্টে দ্রুত প্রত্যেককে ২৫ হাজার করে টাকা পাঠাতে বলে।
দর কসাকষির এক পর্যায়ে হোটেল মালিক উত্তম ১২ হাজার এবং বাবুল ১৩ হাজার টাকা ও’ই নম্বরে দিলে ঘটনাটি জানাজানি হয়।
উত্তমের বড় ভাই, চাচা এবং এলাকা বাসী প্রতিবাদ করতে থাকে।তারা অজিবুল মেম্বারের মুখোমুখি হলে তিনি বলেন আমাকে ঐ নম্বরটি মরিচা ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্ততা কাবিরুল দিয়ে বলেছে এটি এসিল্যান্ড স্যারের নম্বর।
আমি কথা বলি, স্যার আমাকে নম্বরটি হোটেল মালিকদেরকে দিয়ে তাড়াতাড়ি কথা বলতে বলেন, আমি মোবাইলে দেয়া স্যারের নির্দেশ পালন করেছি মাত্র, পরবর্তীতে কি হয়েছে জানি না।
টাকা প্রদানের বিষয়টি তারা মেম্বার বা অন্য কাউকে জানায় নাই।
পরে হোটেল মালিকরা জানতে পারে মেম্বারের দেয়া নম্বরটি আদৌ এসিল্যান্ডের নয়, প্রতারক চক্রের কোন এক সদস্যের নম্বর। তাদেরকে প্রতারিত করা হয়েছে।
রাতেই ঘটনার বিস্তারিত বর্ননা দিয়ে থানায় গিয়ে হোটেল মালিক উত্তম লিখিত অভিযোগ করেন।
উত্তম আরও বলেন, অভিযোগে উল্লেখিত নম্বরে পুলিশ অফিসার ফোন দিলে তার ফোনে 'আল আমিন ভাই' নাম ভেসে উঠে।
অজিবুল মেম্বারের সাথে মুঠোফোনে কথা হলেও তার ব্যস্ততার কারনে সরাসরি কথা বলা সম্ভব হয় নাই।
মুঠোফোনে তিনি বলেন একটি কুচক্রি মহল বরাবর তাকে হেয় প্রতিপন্ন করার জন্য লেগেই আছে, এটি তারই অংশ বলে মনে করি।
আমি তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তা কবিরুলের দেয়া নম্বরটি হোটেল মালিকদের কে দিয়েছি।
তথ্য সেবা কেন্দ্রের কবিরুল নম্বরটি অজিবুল মেম্বারকে প্রদানের কথা স্বীকার করেছে।
সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল বলেন তিনি ঘটনাটি শুনেছেন এবং প্রতারক সিন্ডিকেটকে সনাক্ত করাসহ তাদেরকে আইনের আওতায় আনার জন্য পুলিশ বাহিনীকে অনুরোধ করছেন।
বীরগঞ্জ থানা পুলিশ অফিসার এস আই মাহফুজ বলেন অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে, ক্লু উদ্ধার না হলেও সন্দেহ ভাজনদের জিজ্ঞসা করাসহ কড়া নজরদারিতে আছে।# রিপোর্ট-MHR News.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: