কিডনি রোগীরা কি তরমুজ খেতে পারবে?| Can kidney patients eat watermelon?| MH Medicine & Health Tips |
Автор: MH Medicine & Health Tips
Загружено: 2025-10-03
Просмотров: 16
Описание:
কিডনি রোগীদের জন্য তরমুজ খাওয়া নির্ভর করে তাদের কিডনির অবস্থা, রক্তে পটাশিয়াম ও ক্রিয়েটিনিনের মাত্রা, এবং চিকিৎসকের পরামর্শের ওপর।
তরমুজে যা থাকে-
প্রচুর পরিমাণে পানি (৯০% এর বেশি) → প্রস্রাবের পরিমাণ বাড়াতে সাহায্য করে।
পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ভিটামিন এ ও সি থাকে।
প্রাকৃতিক চিনি আছে।
কিডনি রোগীদের ক্ষেত্রে-
প্রাথমিক বা হালকা কিডনি সমস্যায় (যেখানে ডাক্তার পানি বেশি খেতে নিষেধ করেননি): সীমিত পরিমাণে তরমুজ খাওয়া উপকারী হতে পারে। এটি শরীর ঠান্ডা রাখে ও প্রস্রাবের মাধ্যমে টক্সিন বের হতে সাহায্য করে।
অগ্রসর পর্যায়ের কিডনি রোগে (CKD, বিশেষ করে stage 3–5): তরমুজে থাকা উচ্চ পটাশিয়াম বিপজ্জনক হতে পারে। অতিরিক্ত পটাশিয়াম হার্টের জন্য ঝুঁকি তৈরি করে।
যাদের ডাক্তার পানি বা তরল সীমিত করতে বলেছেন: তরমুজ খাওয়া ঠিক নয়, কারণ এতে অনেক পানি থাকে।
সারসংক্ষেপ-
হালকা কিডনি সমস্যায় → অল্প পরিমাণে তরমুজ খাওয়া যেতে পারে।
গুরুতর কিডনি রোগে (বিশেষ করে ডায়ালাইসিস রোগী) → চিকিৎসকের অনুমতি ছাড়া খাওয়া উচিত নয়।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: