সূরা আল-বাকারাহ ৬-১০ আয়াত ❤ Surah Al-Baqarah 6-10 Ayat | Qari Alaa Aqel ▶ Ayah Recitations
Автор: Ayah Recitations
Загружено: 2025-10-10
Просмотров: 1324
Описание:
সূরা আল-বাকারাহ ৬-১০ আয়াত ❤ Surah Al-Baqarah 6-10 Ayat | Qari Alaa Aqel ▶ Ayah Recitations
📖 সুরা আল-বাকারাহ (আয়াত ৬-১০)
🕋 আরবি তিলাওয়াত
إِنَّ الَّذِينَ كَفَرُوا سَوَاءٌ عَلَيْهِمْ أَأَنذَرْتَهُمْ أَمْ لَمْ تُنذِرْهُمْ لَا يُؤْمِنُونَ
خَتَمَ اللَّهُ عَلَىٰ قُلُوبِهِمْ وَعَلَىٰ سَمْعِهِمْ ۖ وَعَلَىٰ أَبْصَارِهِمْ غِشَاوَةٌ وَلَهُمْ عَذَابٌ عَظِيمٌ
وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُم بِمُؤْمِنِينَ
يُخَادِعُونَ اللَّهَ وَالَّذِينَ آمَنُوا وَمَا يَخْدَعُونَ إِلَّا أَنفُسَهُمْ وَمَا يَشْعُرُونَ
فِي قُلُوبِهِم مَّرَضٌ فَزَادَهُمُ اللَّهُ مَرَضًا ۖ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ بِمَا كَانُوا يَكْذِبُونَ
📜 বাংলা উচ্চারণ
ইন্নাল্লাযীনা কাফারূ সাওয়াউন আলাইহিম আ-আনযারতাহুম আম্ লাম তুনযিরহুম লা ইউ’মিনূন।
খাতামাল্লাহু ‘আলা কুলূবিহিম, ওয়া ‘আলা সাম’ইহিম, ওয়া ‘আলা আবসারিহিম গিশাওয়াহ; ওয়ালাহুম আযাবুন আযীম।
ওয়া মিনান্ নাসি মাই-ইয়াকূলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াওমিল আখিরি, ওয়ামা হুম বিমু’মিনীন।
ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানূ, ওয়ামা ইয়াখদাউন ইল্লা আনফুসাহুম, ওয়ামা ইয়াশ’উরূন।
ফী কুলূবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদান; ওয়ালাহুম আযাবুন আলীমুন বিমা কানো ইয়াকযিবূন।
🌿 বাংলা অর্থ
যারা কুফরি করেছে—তুমি তাদের সতর্ক করো বা না করো, তাদের জন্য সমান; তারা ঈমান আনবে না।
আল্লাহ তাদের অন্তর ও শ্রবণে মোহর মেরে দিয়েছেন, আর তাদের চোখে আছে পর্দা। আর তাদের জন্য রয়েছে মহা শাস্তি।
মানুষের মধ্যে এমনও আছে যারা বলে, ‘আমরা আল্লাহ ও পরকালের প্রতি ঈমান এনেছি’; অথচ তারা মুমিন নয়।
তারা আল্লাহ ও মুমিনদের ধোঁকা দেয়, অথচ তারা নিজেদের ছাড়া আর কাউকেই ধোঁকা দেয় না; কিন্তু তারা তা অনুভব করে না।
তাদের অন্তরে রয়েছে রোগ, ফলে আল্লাহ তাদের রোগ আরও বাড়িয়ে দিয়েছেন। আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি—তাদের মিথ্যার কারণে।
✨ শিক্ষা ও ফজিলত
কুফরিদের অবস্থা: যারা সত্যকে অস্বীকার করে, তাদের কাছে সতর্কবাণী ফলপ্রসূ হয় না। কারণ তারা জেনে বুঝেই অস্বীকার করে।
আল্লাহর শাস্তি: অবাধ্যদের অন্তর ও ইন্দ্রিয়গুলো সত্য গ্রহণের ক্ষমতা হারায়। এটাই ‘আল্লাহর মোহর’।
মুনাফিকদের পরিচয়: তারা মুখে ঈমানের দাবি করে কিন্তু অন্তরে অস্বীকার করে। মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দিতে চায়, কিন্তু আসলে নিজেদের ক্ষতি করে।
অন্তরের রোগ: মুনাফিকদের অন্তরে রয়েছে ঈর্ষা, সন্দেহ, অহংকার ও দ্বিচারিতা। এসব কারণে আল্লাহ তাদের ভেতরের অন্ধকার আরও বাড়িয়ে দেন।
চিরন্তন শিক্ষা: ঈমান শুধু মুখের কথা নয়, বরং অন্তরের বিশ্বাস ও কাজের সমন্বয়। যারা দ্বিচারিতা করবে, তাদের জন্য রয়েছে দুনিয়ায় লাঞ্ছনা এবং আখেরাতে কঠিন শাস্তি।
👉 এই আয়াতগুলো আমাদের সতর্ক করে দেয় মুনাফিকির ভয়াবহতা এবং কুফরির পরিণতি সম্পর্কে।
বিশুদ্ধ অন্তর ও সত্যিকার ঈমান ছাড়া আল্লাহর কাছে মুক্তি নেই।
হৃদয় ছোঁয়া তেলাওয়াত ❤
🎙️ Qari Alaa Aqel
📖 Presented by: Ayah Recitations
✨ শান্তি ও স্নিগ্ধতায় ভরা কোরআন তিলাওয়াত, মনকে করবে প্রশান্ত আর হৃদয়কে করবে নরম।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: