বিহারের মুঙ্গেরে অস্ত্র কারখানার হদিশ কলকাতা পুলিশ এসটিএফ ও বিহারের পুলিশের এসটিএফ যৌথ অভিযানে।
Автор: খবর Headline
Загружено: 2024-11-14
Просмотров: 11
Описание:
শিয়ালদহের সুরেন্দ্রনাথ কলেজের উল্টোদিকে বৈঠকখানা রোডে অস্ত্র উদ্ধারের ঘটনায় মুঙ্গের যোগ। বিহারের মুঙ্গেরে হানা পুলিশের। বিহারের মুঙ্গেরে এসটিএফ এর তরফে অভিযান চালিয়ে অস্ত্র তৈরির সরঞ্জাম পাওয়া গিয়েছে। উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্র।
কলকাতা পুলিশের এসটিএফ এবং বিহার পুলিশের এসটিএফ এর যৌথ অভিযানে বিহারের মুঙ্গেরে বেআইনি অস্ত্র কারখানার হদিস। মুঙ্গেরের তারাপুর থানা এলাকার বাসিন্দা মহম্মদ মঞ্জির হোসেনের বাড়ির নিচে থাকা আন্ডারগ্রাউন্ড চেম্বারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম এবং যন্ত্রাংশ উদ্ধার হয়। খাবারের প্লেট/পাতা তৈরির আড়ালে এই বেআইনি অস্ত্র তৈরির কারবার চলতো।
Bihar# Gun Factory# new update # trending now# খবর Headline
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: